মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দাবি আদায়ে ফের রাজপথে পাটকল শ্রমিকরা

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ৯টিসহ দেশের ২২টি পাটকলে ৯ দফা দাবিতে বিভিন্ন জেলায় রাজপথ-রেলপথ অবরোধ শুরু করেছেন পাটকল শ্রমিকরা। এ সময় শ্রমিকরা টায়ার, কাঠ জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ ছাড়া শ্রমিকরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেন। কোনো কোনো জেলায় শ্রমিকদের লাঠি ও পতাকা মিছিল করতে দেখা যায়। এবার তারা টানা ৯৬ ঘণ্টা ধর্মঘট পালন করছেন। বিভিন্ন জেলা থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-খুলনা : মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৯৬ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। গতকাল ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে শুক্রবার সকাল পর্যন্ত। এতে খুলনা ও যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে একই দাবিতে পাটকল শ্রমিকরা সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ করে। তারা মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে। খুলনার খালিশপুর ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘মজুরি ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের ৯৬ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। দাবি মানা না পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাব।’ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ধর্মঘটের পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ থাকবে। এরপর বিরতি দিয়ে আগামী ২৫ এপ্রিল কর্মসূচি পালন করা হবে। এদিকে পাটকল শ্রমিকদের ধর্মঘটে ভোর ৬টা থেকে খুলনা রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। চট্টগ্রাম : রাষ্ট্রায়ত্ত ৯টিসহ দেশের ২২টি পাটকল শ্রমিকদের ৯ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে নগরের আমিন জুট মিলের শ্রমিকরা কারখানা-সংলগ্ন সড়ক অবরোধ করে রাখেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে অবরোধ চলে বেলা ১২টা পর্যন্ত। এ সময় শ্রমিকরা টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়কে অবস্থান নেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডেও বিক্ষোভ করেন বিভিন্ন পাটকলের শ্রমিকরা। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ‘বেলা ১২টার পর শ্রমিকরা সড়ক ও রেলপথ ছেড়ে চলে যায়।’ তিনি বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী শুধু একটি শাটল ট্রেন ছেড়ে গেছে।’ বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ এবং রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ যৌথভাবে এ আন্দোলনের কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে আছে ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল পাটকল ধর্মঘট এবং প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ। এরপর বিরতি দিয়ে ২৬ এপ্রিল শ্রমিক সমাবেশ, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল পাটকল ধর্মঘট এবং প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে তৃতীয় দফায় ডেমরার রাষ্ট্রায়ত্ত দুই পাটকল শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন। ৯৬ ঘণ্টার ডাকা ধর্মঘটের প্রথম দিন গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় লতিফ বাওয়ানী জুট মিলস ও করিম জুট মিলের হাজার হাজার শ্রমিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় সড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী : বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে ৯৬ ঘণ্টা অবরোধ শুরু করেছেন পাটকল শ্রমিকরা। গতকাল সকাল ১০টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা লাঠি ও পতাকা মিছিল শুরু করেন। মিছিলটি কাটাখালী বাজার প্রদক্ষিণ শেষে পাটকলের সামনে অবস্থান নেয়।  শ্রমিকরা জানান, বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদান-সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চলমান রাখবেন।

নরসিংদী : জাতীয় মজুরি কমিশন বাস্তাবয়নসহ ৯ দফা দাবিতে পুনরায় আন্দোলনে নেমেছেন ইউএমসি জুট মিলের শ্রমিকরা। দাবি আদায়ে জুট মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশসহ ৯৬ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। গতকাল সকাল ১০টা থেকে ইউএমসি জুট মিলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে শ্রমিকরা কর্মবিরতির জন্য জুট মিলের প্রধান ফটকের সামন জড়ো হতে থাকেন। তারা মিল গেটের সামনের সড়কে বসে অবস্থান ধর্মঘট শুরু করেন।  সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউএমসি জুট মিল শ্রমিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। সিরাজগঞ্জ : ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের শ্রমিকরা। গতকাল ভোর ৬টা থেকে বেলা ১২ পর্যন্ত মিলের অভ্যন্তরে শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেন। ৯৬ ঘণ্টা এ শ্রমিক ধর্মঘট চলবে জানিয়েছেন শ্রমিকরা। ফলে জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শ্রমিক স্বপন আহমেদ ও অন্য শ্রমিকরা জানান, মজুরি কমিশনসহ নয় দফা দাবিতে শ্রমিক লীগ ৯৬ ঘণ্টা ধর্মঘট ডেকেছে। এ কারণে মিলের উৎপাদনসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। দুপুর পর্যন্ত চলে এ সমাবেশ।

পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত : রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা আদায়ে ৯৬ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।

সর্বশেষ খবর