শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পদ্মা সেতুর ১১তম স্প্যান বসছে ২৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর ১১তম স্প্যানটি বসছে আগামী ২৩ এপ্রিল। জাজিরা প্রান্তে এটি বসবে। এর ফলে মাত্র ১৩ দিনের ব্যবধানে সেতুর দৈর্ঘ্য আরও বাড়তে যাচ্ছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্প্যানটি বসানো হলে পদ্মা সেতুর ১ হাজার ৬৫০ মিটার অংশ দৃশ্যমান হবে। সূত্র জানায়, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২২ এপ্রিল ভাসমান ক্রেন দিয়ে জাজিরার দিকে স্প্যানটি নেওয়ার কাজ শুরু হবে। পরদিন ২৩ এপ্রিল আবহাওয়া অনুকূলে                 থাকলে স্প্যানটি বসানো হবে। প্রসঙ্গত, সবশেষ ১০ এপ্রিল মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর দশম স্প্যানটি বসানো হয়। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু এখন ১ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যে রূপ নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর