বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা
ভারতে বিটিভির অনুষ্ঠান চলবে

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শুরু ডিসেম্বরে

নয়াদিল্লি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে বায়োপিক ফিল্মের শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে। এ ছাড়া আরও সিদ্ধান্ত হয়েছে যে, ভারতে বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করবে দূরদর্শন। এ দুটি বিষয়ে গতকাল দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বৈঠকে চূড়ান্ত হয়েছে। বৈঠকটি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে ভারতের তথ্য সচিব অমিত খারের নেতৃত্বে ভারতীয় দলের মধ্যে। ‘বঙ্গবন্ধু’ বায়োপিক ছবির নির্দেশক শ্যাম বেনেগাল এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর উপদেষ্টা ড. রিজভী বলেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। আজ বঙ্গবন্ধুর ওপর ফিল্ম নির্মাণের কাজ শুরু হয়ে গেল।’ নির্দেশক শ্যাম বেনেগাল সাংবাদিকদের বলেন, ‘আমি এই ফিল্ম নির্মাণের দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত বোধ করছি।’ এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা। ছবি নির্মাণের ব্যয় বাংলাদেশ ৬০ শতাংশ এবং ভারত ৪০ শতাংশ বহন করবে। বাংলাদেশের তথ্যসচিব আবদুল মালেক তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। এই যৌথ প্রযোজনার সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন। বৈঠকে ফিল্মটির চিত্রনাট্য রচয়িতা অতুল তিওয়ারি উপস্থিত ছিলেন। ছিলেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বৈঠকে সিদ্ধান্ত হয়, শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে। শুটিং হবে মূলত বাংলাদেশ ও কলকাতায়। আগামী বছরের ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে। বঙ্গবন্ধু বর্ষ উদযাপন হবে এক বছর ধরে। এই সময়ের মধ্যেই ফিল্মটি মুক্তি দেওয়া হবে। ফিল্মটির মূল চরিত্র হবে বাংলাদেশি কলাকুশলীদের থেকে। অন্যরাও হবেন বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রী। তবে ছবির পরিস্ফুটন কাজ হবে মুম্বাইতে। বাংলাদেশের বিশিষ্ট চিত্রপরিচালক পিপলু খান চলচ্চিত্রটি নির্মাণে সাহায্য করবেন শ্যাম বেনেগালকে। তিনিও গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন।

ভারতে এই প্রথম বিটিভি দেখা যাবে : গতকালের ভারত-বাংলাদেশ বৈঠকে চূড়ান্ত হয়েছে যে, ভারতের সরকারি চ্যানেল দূরদর্শনে নিয়মিত বিটিভির অনুষ্ঠান দেখা যাবে। দূরদর্শনের ডাইরেকট টু হোম বা ডিটিএইচের প্লাটফর্মে বিটিভি দেখা যাবে। এর জন্য যে ক্যারেজ ফি দিতে হয় সেটা দুরদর্শন মওকুফ করে দিয়েছে। দূরদর্শন দেখার জন্য কোনো ফি দিতে হয় না। ভারতের তথ্যসচিবের মতে, দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্মে ভারতে তিন কোটির বেশি দর্শক গ্রাহক। একইভাবে বিটিভির প্লাটফর্মে ভারতের দূরদর্শন দেখা যাবে। এখন শুধু এ বিষয়ে স্বাক্ষরের অপেক্ষা। তবে সবাই বলেছেন, এটা একটা নিয়ম রক্ষা। আশা করা যায় এই বছরের মধ্যে উভয় দেশের দর্শক একে অপরের সরকারি চ্যানেল দেখতে পারবেন।

সর্বশেষ খবর