মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

শেষ মুহূর্তে নানা জল্পনা

প্রতিদিন ডেস্ক

শেষ মুহূর্তে নানা জল্পনা

ভারতের সাত রাজ্যে গত রবিবার প্রবল গরমের মধ্যেও গড়ে ৫১ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এদিকে ষষ্ঠ দফার এই ভোট ক্ষমতাসীন বিজেপির কাছে ‘অগ্নিপরীক্ষা’ হতে চলেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এই ভোটেই নির্ধারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাগ্য। সূত্র : পিটিআই ও ভারতীয় গণমাধ্যম। ষষ্ঠ দফার এই ভোটের পর মোদি সরকারের ভবিষ্যৎ কি হবে- তা নিয়ে এরই মধ্যে দেশজুড়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। পর্যবেক্ষকরা এ ভোটকে বিজেপির জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে উল্লেখ করেছেন। মোদি সরকার শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা- তা জানতে আগামী ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ওয়াকিবহাল সূত্রগুলো জানিয়েছে।

রবিবারের ভোট সম্পর্কে জানা গেছে, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অনেকটা নির্বিঘ্নেই সম্পণœ হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। এদিন উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে ভোটগ্রহণ হয়। উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি, দিল্লির ৭টি ও ঝাড়খন্ডের ৪টি আসনের পাশাপাশি বিহার, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ৮টি করে আসনে এদিন ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, দেশের রাজধানী দিল্লিতে রবিবার দুপুর ১টা পর্যন্ত ৩৪ শতাংশ ভোট পড়েছে। হরিয়ানায় এদিন বেলা ৫টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে। উত্তরপ্রদেশের ১৪টি কেন্দ্রে এদিন দুপুর ৩টা পর্যন্ত ৪৩ শতাংশ  ভোট পড়েছে।

সর্বশেষ খবর