মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

অনির্দিষ্টকালের ধর্মঘটে পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও রাজশাহী

বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। গতকাল শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মিলের উৎপাদন বন্ধ রয়েছে। একই দাবিতে শ্রমিকরা খুলনা ও যশোরের তিনটি পয়েন্টে রাজপথ-রেলপথ অবরোধ করেন। পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে। উল্লেখ্য, ৯ দফা দাবিতে গত ৫ মে শুরু হয় পাটকল শ্রমিকদের টানা ধর্মঘট ও অবরোধ কর্মসূচি। সরেজমিন দেখা যায়, বিকাল ৪টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টার অবরোধ চলাকালে শ্রমিকরা সড়কেই ইফতার ও নামাজ আদায় করেন। এর আগে নিজ নিজ মিল গেট থেকে থালা-বাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। অবরোধের কারণে সড়কে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এদিকে পাটকলের শ্রমিকদের ৯ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় খুলনা শিল্পাঞ্চলের ব্যবসায় বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। হাট-বাজারে বেচা-বিক্রি নেমে এসেছে শূন্যের কোঠায়। খালিশপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান সাঈদ জানান, মিলগুলোতে মজুরি না দেওয়ায় শ্রমিকরা বাজার সদাই করছেন না। এতে ব্যবসায় চরম মন্দা যাচ্ছে। আগে যেখানে মুদি দোকানে দৈনিক ২-৩ হাজার টাকার বিক্রি হতো এখন সেখানে ৫০০ টাকাও হয় না। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, বিকাল ৪টা থেকে খুলনার খালিশপুর ও দিঘলিয়া শিল্পাঞ্চলের ৫টি পাটকলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়, আটরা শিল্পাঞ্চলের দুটি পাটকলের শ্রমিকরা আলিম জুট মিলের সামনে ও নওয়াপাড়া শিল্পাঞ্চলের দুটি মিলের শ্রমিকরা রাজঘাটে অবরোধ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। রাজশাহীতে সড়ক অবরোধ : রাষ্ট্রায়ত্ত পাটকলে বকেয়া মজুরি, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সারা দেশের মতো রাজশাহীতেও বিকাল সাড়ে ৪টার দিকে জুটমিলের সামনের সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, দাবি মেনে না নেওয়ার তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এদিকে সড়ক অবরোধের কারণে রাজশাহী জুটমিলের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে।

তবে পুলিশ যানবাহনগুলোকে ঘুরিয়ে দিয়ে বাইপাস সড়ক দিয়ে চলাচলের জন্য বলছে। এতে রাজশাহী-ঢাকা মহাসড়ক এড়িয়ে বিকাল থেকে বেশিরভাগ যানবাহনকে বেলপুকুর বাইপাস হয়ে শহরে প্রবেশ ও বের হতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর