শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদে নিরাপত্তা নিয়ে ডিএমপির ১৪ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। এবার ঈদে সম্পদের নিরাপত্তা রক্ষায় গতকাল ১৪টি পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাস্তা বা যাত্রাপথে নিরাপত্তা পরামর্শগুলোর   মধ্যে রয়েছে, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে টহল পুলিশের সহায়তা নেওয়া। রাতে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করা। রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা বহনে সাবধানতা অবলম্বন করা। রাস্তায় বাস বা ট্রেন বা লঞ্চ টার্মিনালে পকেটমার ও দুষ্কৃতকারী হতে সাবধান থাকা। যানবাহনে চলার সময় বা ট্রাফিক জ্যাম পড়লে গাড়ির জানালা বন্ধ রাখা। মোবাইলফোন এবং হ্যান্ডব্যাগের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। অপরিচিত কারও সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া না করা। রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু না খাওয়া। যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সাবধানতা অবলম্বন করা। মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সঙ্গে চলাচল করা। ট্যাক্সি বা অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নেওয়া।  প্রয়োজনে ওই রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভারের নাম প্রিয়জনের নম্বরে এসএমএস করা। যাত্রাকালে নিজের মালামালের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা এবং রাতে মূল্যবান সামগ্রী নিয়ে একাকী চলাচল পরিহার করা। ঈদে বাড়ি যেতে হলে শেষ মুহূর্তের যানজট এড়াতে পূর্বেই ভ্রমণ সম্পন্ন করা। তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসে না ওঠা।

সর্বশেষ খবর