শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

পা হারানো রাসেলকে মাসে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে প্রতি মাসে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ওই অর্থ রাসেলকে পরিশোধের পর ১৫ তারিখের মধ্যে তা আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে ক্ষতিপূরণের টাকা কমানো ও কিস্তিতে টাকা পরিশোধের আবেদন জানিয়ে হাই কোর্টে সম্পূরক আবেদন করে গ্রিন লাইন কর্তৃপক্ষ। ওই আবেদনের শুনানিতে হাই কোর্ট বলে, ক্ষতিপূরণের অর্থ হ্রাস করার কোনো সুযোগ নেই। এ সময় গ্রিন লাইনের আইনজীবীর উদ্দেশে হাই কোর্ট আরও বলেন, আদালতের আদেশ লঙ্ঘন করার কোনো ফন্দিফিকির করা হলে আপনাদের সরকার কীভাবে পৃষ্ঠপোষকতা করে, তা আমরা দেখব। কিস্তিতে অর্থ পরিশোধ করতে হবে। আপনারা যথেষ্ঠ বেয়াদবি করেছেন। আপনাদের আচরণ কোনোভাবেই শোভন নয়। এ সময় রাসেল সরকারও আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে গ্রিন লাইনের মালিকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওজি উল্লাহ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। বিআরটিএর পক্ষে আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয় প্রাইভেটকার চালক রাসেল সরকারকে। তাকে বাঁচাতে তখন একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।

সর্বশেষ খবর