ঢাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভেই কাটাল পুরো সপ্তাহের শেয়ারবাজার লেনদেন। গত কয়েক সপ্তাহের টানা দরপতনে এখন বিনিয়োগকারীদের বিক্ষোভ ছাড়া যেন আর কিছুই করার নেই। প্রতিদিন মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তবে এই বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচিতেও শেয়ারবাজারের কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫২ শতাংশের এবং ১৬টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পাঁচ দিনের মধ্যে দুইদিনেই প্রায় ১৭০ পয়েন্টের বেশি সূচক কমেছে। অন্যদিনে তিনদিন সূচক বাড়লেও একদিন বাজারে মাত্র এক পয়েন্ট বাড়ে। সপ্তাহ শেষে মাত্র ৩ পয়েন্ট বেড়ে এখন ৫ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের লেনদেন শুরু হয়েছিল ৫ হাজার ১৩০ পয়েন্ট দিয়ে। এই সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আগের সপ্তাহ থেকে। বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১৪৭ টাকা বা ২২.০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরই পতন হয়েছে। বিনিয়োগকারীরা আগের সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে শেয়ারবাজার স্থিতিশীলতার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তবে এতে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।
শিরোনাম
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ