ঢাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভেই কাটাল পুরো সপ্তাহের শেয়ারবাজার লেনদেন। গত কয়েক সপ্তাহের টানা দরপতনে এখন বিনিয়োগকারীদের বিক্ষোভ ছাড়া যেন আর কিছুই করার নেই। প্রতিদিন মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তবে এই বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচিতেও শেয়ারবাজারের কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫২ শতাংশের এবং ১৬টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পাঁচ দিনের মধ্যে দুইদিনেই প্রায় ১৭০ পয়েন্টের বেশি সূচক কমেছে। অন্যদিনে তিনদিন সূচক বাড়লেও একদিন বাজারে মাত্র এক পয়েন্ট বাড়ে। সপ্তাহ শেষে মাত্র ৩ পয়েন্ট বেড়ে এখন ৫ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের লেনদেন শুরু হয়েছিল ৫ হাজার ১৩০ পয়েন্ট দিয়ে। এই সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আগের সপ্তাহ থেকে। বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১৪৭ টাকা বা ২২.০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরই পতন হয়েছে। বিনিয়োগকারীরা আগের সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে শেয়ারবাজার স্থিতিশীলতার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তবে এতে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
সপ্তাহজুড়ে বিক্ষোভ শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর