ঢাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভেই কাটাল পুরো সপ্তাহের শেয়ারবাজার লেনদেন। গত কয়েক সপ্তাহের টানা দরপতনে এখন বিনিয়োগকারীদের বিক্ষোভ ছাড়া যেন আর কিছুই করার নেই। প্রতিদিন মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তবে এই বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচিতেও শেয়ারবাজারের কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫২ শতাংশের এবং ১৬টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পাঁচ দিনের মধ্যে দুইদিনেই প্রায় ১৭০ পয়েন্টের বেশি সূচক কমেছে। অন্যদিনে তিনদিন সূচক বাড়লেও একদিন বাজারে মাত্র এক পয়েন্ট বাড়ে। সপ্তাহ শেষে মাত্র ৩ পয়েন্ট বেড়ে এখন ৫ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের লেনদেন শুরু হয়েছিল ৫ হাজার ১৩০ পয়েন্ট দিয়ে। এই সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আগের সপ্তাহ থেকে। বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১৪৭ টাকা বা ২২.০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরই পতন হয়েছে। বিনিয়োগকারীরা আগের সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে শেয়ারবাজার স্থিতিশীলতার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তবে এতে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার