ঢাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভেই কাটাল পুরো সপ্তাহের শেয়ারবাজার লেনদেন। গত কয়েক সপ্তাহের টানা দরপতনে এখন বিনিয়োগকারীদের বিক্ষোভ ছাড়া যেন আর কিছুই করার নেই। প্রতিদিন মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তবে এই বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচিতেও শেয়ারবাজারের কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫২ শতাংশের এবং ১৬টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পাঁচ দিনের মধ্যে দুইদিনেই প্রায় ১৭০ পয়েন্টের বেশি সূচক কমেছে। অন্যদিনে তিনদিন সূচক বাড়লেও একদিন বাজারে মাত্র এক পয়েন্ট বাড়ে। সপ্তাহ শেষে মাত্র ৩ পয়েন্ট বেড়ে এখন ৫ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের লেনদেন শুরু হয়েছিল ৫ হাজার ১৩০ পয়েন্ট দিয়ে। এই সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আগের সপ্তাহ থেকে। বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১৪৭ টাকা বা ২২.০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরই পতন হয়েছে। বিনিয়োগকারীরা আগের সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে শেয়ারবাজার স্থিতিশীলতার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তবে এতে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।
শিরোনাম
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
সপ্তাহজুড়ে বিক্ষোভ শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর