ঢাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভেই কাটাল পুরো সপ্তাহের শেয়ারবাজার লেনদেন। গত কয়েক সপ্তাহের টানা দরপতনে এখন বিনিয়োগকারীদের বিক্ষোভ ছাড়া যেন আর কিছুই করার নেই। প্রতিদিন মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তবে এই বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচিতেও শেয়ারবাজারের কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫২ শতাংশের এবং ১৬টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পাঁচ দিনের মধ্যে দুইদিনেই প্রায় ১৭০ পয়েন্টের বেশি সূচক কমেছে। অন্যদিনে তিনদিন সূচক বাড়লেও একদিন বাজারে মাত্র এক পয়েন্ট বাড়ে। সপ্তাহ শেষে মাত্র ৩ পয়েন্ট বেড়ে এখন ৫ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের লেনদেন শুরু হয়েছিল ৫ হাজার ১৩০ পয়েন্ট দিয়ে। এই সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আগের সপ্তাহ থেকে। বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১৪৭ টাকা বা ২২.০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরই পতন হয়েছে। বিনিয়োগকারীরা আগের সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে শেয়ারবাজার স্থিতিশীলতার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তবে এতে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।
শিরোনাম
- চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
- ‘হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার করা হবে’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
সপ্তাহজুড়ে বিক্ষোভ শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর