সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকার বাইরে বেশি ডেঙ্গু রোগী শেরেবাংলা মেডিকেলে

২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৯৯, মৃত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বরিশাল

ঢাকার বাইরে বেশি ডেঙ্গু রোগী শেরেবাংলা মেডিকেলে

ঢাকার হাসপাতালের বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)। এ পর্যন্ত ১ হাজার ৫৯২ জন চিকিৎসা নিয়েছেন এ হাসপাতালে। বরিশালে বেশি ডেঙ্গু আক্রান্তের কারণ পর্যবেক্ষণের উদ্যোগ নিচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বরিশাল বিভাগের বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে এ বছর এখন পর্যন্ত ৩ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯২ জন। ঢাকার বাইরের অন্য কোনো হাসপাতালে এত বেশি ডেঙ্গু রোগী এ বছর ভর্তি হননি।

গতকাল স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, জেলা হিসেবে বরিশালে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি। বরিশালের প্রকৃত চিত্র জানতে সেখানে এপিডেমিওলজিক্যাল ও এন্টোমলজিক্যাল জরিপ করা হচ্ছে। সেখানে সব রোগী ঢাকা থেকে গেছে নাকি ওখানে লোকাল ট্রান্সমেশন আছে তা দেখা হবে। আর যদি লোকাল ট্রান্সমেশন থাকে তাহলে কোন ধরনের মশা ওখানে আছে তা জানা যাবে এ জরিপে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত ৬০৭ জন এবং ঢাকার বাইরে অন্য বিভাগে আক্রান্ত ৬৯২ জন। গতকাল ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফজলুর রহমান (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে তিনি মারা যান। তিনি রাজধানীর বনশ্রী এলাকায় থাকতেন। কিশোরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মাহফুজা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জ্বরে আক্রান্ত শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ইসিজি করার সময় তার মৃত্যু হয়। তবে সে ডেঙ্গু আক্রান্ত কিনা সেটা নিশ্চিত নন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে সুমি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে। এ বছর এখন পর্যন্ত আইইডিসিআর ৮০ জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ শেষে ৪০ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ডেথ রিভিউ কমিটির কাছে পর্যালোচনার জন্য আরও ৮৯টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১৬২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫৯ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩৬ জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭৩ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩৮ জন। সবচেয়ে বেশি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৫৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪ জনসহ গতকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৭৫ জন রোগী। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১৪ জন এবং ৭ জন শিশু। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৪১২ জন। এ বছর শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন এবং গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিরুনি অভিযান : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ অর্থাৎ ‘চিরুনি অভিযান’ শুরু হয়েছে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় ৪৪ নম্বর গুলশান এভিনিউর জি এস কনস্ট্রাকশন কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিটি ওয়ার্ডকে ১০টি ব্লকে এবং প্রতিটি ব্লককে ১০টি সাব-ব্লকে ভাগ করা হয়েছে চিরুনি অভিযানের জন্য। অভিযানের প্রথম দিনে ৩৬টি ওয়ার্ডে মোট ৯ হাজার ৭৩৬টি বাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৫৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৩ হাজার ১২৩টি বাড়ি ও স্থাপনা থেকে এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ ধ্বংস করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান : মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদ- দেওয়া হয়েছে। চামেলিবাগের কনকর্ড টুইন টাওয়ারসহ মোট ৬টি হোল্ডিং থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সায়েন্সল্যাব মিরপুর রোডের ২টি হোল্ডিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় দুজনকে একদিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। পানি জমে থাকার কারণে ৩০ হাজার টাকা এবং যাত্রাবাড়ী এলাকার ৫টি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর