ময়মনসিংহের রাজপথে বিএনপির মিটিং-মিছিলের উত্তাপ এখন ক্ষীণ। দলটির সর্বস্তরের নেতা-কর্মীদের কাঁধে এখন মামলার খড়গ। জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। এখন মামলার ভারে নাভিশ্বাস উঠেছে দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। এক সময়ের প্রতাপশালী বিএনপি এখন ঘরকুনো। আসামি হিসেবে অনেকেরই পূর্ণ হয়েছে হাফ সেঞ্চুরি। এ কারণে দিবসভিত্তিক কর্মসূচিতে নেতা-কর্মীদের দেখা গেলেও রাজপথের বিক্ষোভ বা আন্দোলন কর্মসূচিতে কমই দেখা যায় নেতা-কর্মীদের। একাদশ জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যখন নিজেদের অবস্থান রাজনৈতিক অঙ্গনে পোক্ত করছেন তখন বিএনপি নেতা-কর্মীরা আদালতের বারান্দায় ঢুঁ দিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। জামিন তৎপরতায় অনেকেই দলীয় নেতা বা দলীয় আইনজীবীদের সহায়তা পাচ্ছেন। আবার অনেকের ভরসা শুধুই স্বজন। জানা যায়, ময়মনসিংহ বিএনপির তৃণমূল থেকে জেলার শীর্ষ নেতারা এখন হতাশায় নিমজ্জিত। এক সময়ের প্রতাপশালী বিএনপি এখন অনেকটাই ঘোরকুনো। সাংগঠনিক কার্যক্রমেও গতি নেই। অন্যদিকে নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হলেও জেলা পর্যায়ে নেই কোনো অস্তিত্ব। আর বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীও রাজনীতিতে অদৃশ্য। তবে এমন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকেই দোষারপ করছে দীর্ঘ ১৩ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। শীর্ষ নেতারা বলছেন, দলীয় কার্যালয়টি পুলিশের অনুমতি ছাড়া খোলা যায় না। সবসময় পুলিশের অবৈধ হস্তক্ষেপ থাকে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির পালন করতে নির্দিষ্ট সময় ও পরিসরও ঠিক করে দেয় প্রশাসন। গেল ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও ময়মনসিংহে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাংলাদেশ প্রতিদিনকে বলছেন, ‘ইচ্ছা থাকলেও নেতা-কর্মীরা একসঙ্গে জড়ো হতে পারে না। আমাদের অন্তত ৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এরপরও মানুষের বৃহৎ স্বার্থের কথা ভেবে রাজপথে নামলে আবারও মামলা-হামলায় পড়তে হচ্ছে।’ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, আগের মতো প্রোগ্রাম করার মনমানসিকতা আমাদের প্রত্যেক কর্মীর আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দলীয় কার্যালয়টিতেও এখন বসতে পারি না আমরা। সবসময়ই পুলিশ পাহারায় থাকে কার্যালয়টি।’
শিরোনাম
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
মামলায় জর্জরিত বিএনপি এখন ঘরকুনো
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর