ময়মনসিংহের রাজপথে বিএনপির মিটিং-মিছিলের উত্তাপ এখন ক্ষীণ। দলটির সর্বস্তরের নেতা-কর্মীদের কাঁধে এখন মামলার খড়গ। জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। এখন মামলার ভারে নাভিশ্বাস উঠেছে দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। এক সময়ের প্রতাপশালী বিএনপি এখন ঘরকুনো। আসামি হিসেবে অনেকেরই পূর্ণ হয়েছে হাফ সেঞ্চুরি। এ কারণে দিবসভিত্তিক কর্মসূচিতে নেতা-কর্মীদের দেখা গেলেও রাজপথের বিক্ষোভ বা আন্দোলন কর্মসূচিতে কমই দেখা যায় নেতা-কর্মীদের। একাদশ জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যখন নিজেদের অবস্থান রাজনৈতিক অঙ্গনে পোক্ত করছেন তখন বিএনপি নেতা-কর্মীরা আদালতের বারান্দায় ঢুঁ দিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। জামিন তৎপরতায় অনেকেই দলীয় নেতা বা দলীয় আইনজীবীদের সহায়তা পাচ্ছেন। আবার অনেকের ভরসা শুধুই স্বজন। জানা যায়, ময়মনসিংহ বিএনপির তৃণমূল থেকে জেলার শীর্ষ নেতারা এখন হতাশায় নিমজ্জিত। এক সময়ের প্রতাপশালী বিএনপি এখন অনেকটাই ঘোরকুনো। সাংগঠনিক কার্যক্রমেও গতি নেই। অন্যদিকে নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হলেও জেলা পর্যায়ে নেই কোনো অস্তিত্ব। আর বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীও রাজনীতিতে অদৃশ্য। তবে এমন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকেই দোষারপ করছে দীর্ঘ ১৩ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। শীর্ষ নেতারা বলছেন, দলীয় কার্যালয়টি পুলিশের অনুমতি ছাড়া খোলা যায় না। সবসময় পুলিশের অবৈধ হস্তক্ষেপ থাকে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির পালন করতে নির্দিষ্ট সময় ও পরিসরও ঠিক করে দেয় প্রশাসন। গেল ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও ময়মনসিংহে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাংলাদেশ প্রতিদিনকে বলছেন, ‘ইচ্ছা থাকলেও নেতা-কর্মীরা একসঙ্গে জড়ো হতে পারে না। আমাদের অন্তত ৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এরপরও মানুষের বৃহৎ স্বার্থের কথা ভেবে রাজপথে নামলে আবারও মামলা-হামলায় পড়তে হচ্ছে।’ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, আগের মতো প্রোগ্রাম করার মনমানসিকতা আমাদের প্রত্যেক কর্মীর আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দলীয় কার্যালয়টিতেও এখন বসতে পারি না আমরা। সবসময়ই পুলিশ পাহারায় থাকে কার্যালয়টি।’
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
মামলায় জর্জরিত বিএনপি এখন ঘরকুনো
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর