রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলা, তথ্যপ্রযুক্তি, উচ্চ শিক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশকে কারিগরি সহায়তা বাড়াবে চীন। এ আশ্বাসের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে আওয়ামী লীগ প্রতিনিধি দলের চীন সফর। সফরের শেষ পর্যায়ে গুইচৌ প্রদেশের রাজধানী গুইয়াংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা। ওই বৈঠকে এ আশ্বাস পাওয়া যায়। এর আগে সিপিসি বাংলাদেশের উন্নয়নে প্রায় সব খাতসহ ঢাকার যানজট সমস্যার সমাধানের আশ্বাস দেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় গুইজো পার্ক হোটেলে আয়োজিত দুই দেশের নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অনেকগুলো কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১০০টি অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এখানে এক কোটির ওপরে মানুষের কর্মসংস্থান হবে। এই অর্থনৈতিক জোনে চীনের বিনিয়োগ করার সুযোগ আছে। চীন আমাদের দেশে অনেক বিনিয়োগ করে আসছে, আমরা আশা করি চীন এই অর্থনৈতিক জোনে বিনিয়োগ করবে। তিনি বলেন, চীনের সঙ্গে শুধু আমরা সরকার টু সরকার সম্পর্ক গড়ে তুলব এমন নয়। আমরা চাই, চীনের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও সুদৃঢ় হোক। তিনি বলেন, আমরা প্রাকৃতিক বিপর্যয় কীভাবে মোকাবিলা করতে পারি, জলবায়ু ঝুঁকি কীভাবে মোকাবিলা করতে পারি সে বিষয়ে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। সিপিসির পক্ষে গুইচৌ প্রদেশ স্থায়ী কমিটির সদস্য ও পার্টি অর্গানাইজেশনের প্রধান লি ওয়াইফি বলেন, বাংলাদেশ আমাদের খুব ভালো বন্ধু। বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়ে আবদুল মতিন খসরু আরও বলেন, রেলের উন্নয়নে চীন অনেক এগিয়ে গেছে। আমরা চীনের সহযোগিতাকে কাজে লাগাতে চাই। এ ছাড়াও ডাক্তারি, প্রকৌশলী ও প্রযুক্তি এবং পরিবেশ বিজ্ঞানে বাংলাদেশের ছাত্রদের যেন বেশি বেশি বৃত্তি প্রদান করা হয় সে অনুরোধ জানান আবদুল মতিন খসরু। এ ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমার সরকারকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সকালে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতারা গুইজো বিগ ডেটা কমপ্রেহেন্সিভ পাইলট এক্সিভিশন সেন্টার এবং ই-কমার্র্স ক্লাউড অপারেটিং কোম্পানি পরিদর্শন করেন। দুপুরে ঢাকার উদ্দেশে চীন ত্যাগ করেন। সিপিসি নেতারা তাদের বিদায় জানান। গত ৪ সেপ্টেম্বর আট দিনের সফরে চীন যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।
শিরোনাম
- ‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
- গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
রোহিঙ্গা ইস্যু ও উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস চীনের
রফিকুল ইসলাম রনি, চীন থেকে ফিরে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
২ সেকেন্ড আগে | দেশগ্রাম

পরিবেশ দূষণ আর না, নদী দূষণ আর না— পঞ্চগড়ে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন
২৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ