রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলা, তথ্যপ্রযুক্তি, উচ্চ শিক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশকে কারিগরি সহায়তা বাড়াবে চীন। এ আশ্বাসের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে আওয়ামী লীগ প্রতিনিধি দলের চীন সফর। সফরের শেষ পর্যায়ে গুইচৌ প্রদেশের রাজধানী গুইয়াংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা। ওই বৈঠকে এ আশ্বাস পাওয়া যায়। এর আগে সিপিসি বাংলাদেশের উন্নয়নে প্রায় সব খাতসহ ঢাকার যানজট সমস্যার সমাধানের আশ্বাস দেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় গুইজো পার্ক হোটেলে আয়োজিত দুই দেশের নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অনেকগুলো কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১০০টি অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এখানে এক কোটির ওপরে মানুষের কর্মসংস্থান হবে। এই অর্থনৈতিক জোনে চীনের বিনিয়োগ করার সুযোগ আছে। চীন আমাদের দেশে অনেক বিনিয়োগ করে আসছে, আমরা আশা করি চীন এই অর্থনৈতিক জোনে বিনিয়োগ করবে। তিনি বলেন, চীনের সঙ্গে শুধু আমরা সরকার টু সরকার সম্পর্ক গড়ে তুলব এমন নয়। আমরা চাই, চীনের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও সুদৃঢ় হোক। তিনি বলেন, আমরা প্রাকৃতিক বিপর্যয় কীভাবে মোকাবিলা করতে পারি, জলবায়ু ঝুঁকি কীভাবে মোকাবিলা করতে পারি সে বিষয়ে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। সিপিসির পক্ষে গুইচৌ প্রদেশ স্থায়ী কমিটির সদস্য ও পার্টি অর্গানাইজেশনের প্রধান লি ওয়াইফি বলেন, বাংলাদেশ আমাদের খুব ভালো বন্ধু। বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়ে আবদুল মতিন খসরু আরও বলেন, রেলের উন্নয়নে চীন অনেক এগিয়ে গেছে। আমরা চীনের সহযোগিতাকে কাজে লাগাতে চাই। এ ছাড়াও ডাক্তারি, প্রকৌশলী ও প্রযুক্তি এবং পরিবেশ বিজ্ঞানে বাংলাদেশের ছাত্রদের যেন বেশি বেশি বৃত্তি প্রদান করা হয় সে অনুরোধ জানান আবদুল মতিন খসরু। এ ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমার সরকারকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সকালে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতারা গুইজো বিগ ডেটা কমপ্রেহেন্সিভ পাইলট এক্সিভিশন সেন্টার এবং ই-কমার্র্স ক্লাউড অপারেটিং কোম্পানি পরিদর্শন করেন। দুপুরে ঢাকার উদ্দেশে চীন ত্যাগ করেন। সিপিসি নেতারা তাদের বিদায় জানান। গত ৪ সেপ্টেম্বর আট দিনের সফরে চীন যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
রোহিঙ্গা ইস্যু ও উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস চীনের
রফিকুল ইসলাম রনি, চীন থেকে ফিরে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর