Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ নভেম্বর, ২০১৯ ২৩:৫০

৯১ লাখ টাকা আগাম ঘুষের চেকসহ চেইনম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৯১ লাখ টাকা আগাম ঘুষের চেকসহ চেইনম্যান গ্রেফতার

৯১ লাখ ৮৩ হাজার টাকার আগাম ঘুষের চেক ও নগদ সাড়ে ৮ লাখ টাকাসহ চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার চেইনম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। দুদক চট্টগ্রামের একটি এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম শহরের চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এল এ শাখা) বেশকিছু নথি উদ্ধার করেছে। এদিকে অবৈধভাবে অর্জিত ১ লাখ চার হাজার চারশ টাকাসহ কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ের সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করেছে দুদক। তারা ওই টাকার উৎস সম্পর্কে দুদক টিমের কাছে কোনো সদুত্তর দিতে পারেননি। দুদক সূত্র জানায়, গোপন তথ্য ছিল, বিভিন্ন গ্রাহক বা দলিল গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। পরে নিশ্চিত হওয়া যায় সাবরেজিস্ট্রার তার কার্যালয়ের অন্য কর্মচারীদের মাধ্যমে এ টাকা নিয়ে থাকেন।


আপনার মন্তব্য