রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এ প্রদর্শনীতে নগর জীবনকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলতে নানা প্রযুক্তি ও আইডিয়া নিয়ে হাজির হয়েছে নগর অবকাঠামো, প্রযুক্তি, পরিবহন, নির্মাণ ও সেবা খাতের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল দুপুরে এ প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই দিনে আইসিসিবির নবরাত্রী হলে চতুর্থবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৬০টির অধিক স্টলে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, কসমেটিক্স, স্বাস্থ্যপণ্য, খাবারকে বিষমুক্ত করার নানা প্রযুক্তি ও রাসায়নিক নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। স্মার্ট সিটি এক্সপো ঘুরে দেখা গেছে, নগরকে আধুনিক, পরিবেশ ও প্রযুক্তিবান্ধব করতে নানা উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ইটের বিকল্প ব্লক নিয়ে হাজির হয়েছে। স্টলের কর্মীরা দর্শনার্থীদের ব্লক ব্যবহারের সুবিধা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া কেউ এনেছেন আধুনিক পানির ফিল্টার নিয়ে। আবার ওয়াসার পানির গুণগতমান তৎক্ষণাৎ জানার জন্য প্রদর্শনীতে এসেছে বিশেষ ডিভাইস। প্রদর্শনীতে রোবট নিয়ে হাজির হয়েছে ড্যাফোডিল রোবোটিকস ল্যাব। স্টলে থাকা প্রতিনিধি জানান, তারা দুই ধরনের রোবট এনেছেন। একটি এন্টারটেইনমেন্ট রোবট। এটি শিশুদের সঙ্গে খেলা করবে, কথা বলবে। অন্যটি দিয়ে বিভিন্ন অফিস, যেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রদর্শনীর পাশাপাশি তিন দিনই থাকছে আধুনিক প্রযুক্তিবান্ধব শহর গড়ে তোলার ওপর একাধিক সেমিনার। এসব সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট সিটির তথ্য নিরাপত্তা, ওয়াইফাই ক্লাউড, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ আয়োজিত প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শিরোনাম
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন