রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এ প্রদর্শনীতে নগর জীবনকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলতে নানা প্রযুক্তি ও আইডিয়া নিয়ে হাজির হয়েছে নগর অবকাঠামো, প্রযুক্তি, পরিবহন, নির্মাণ ও সেবা খাতের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল দুপুরে এ প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই দিনে আইসিসিবির নবরাত্রী হলে চতুর্থবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৬০টির অধিক স্টলে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, কসমেটিক্স, স্বাস্থ্যপণ্য, খাবারকে বিষমুক্ত করার নানা প্রযুক্তি ও রাসায়নিক নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। স্মার্ট সিটি এক্সপো ঘুরে দেখা গেছে, নগরকে আধুনিক, পরিবেশ ও প্রযুক্তিবান্ধব করতে নানা উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ইটের বিকল্প ব্লক নিয়ে হাজির হয়েছে। স্টলের কর্মীরা দর্শনার্থীদের ব্লক ব্যবহারের সুবিধা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া কেউ এনেছেন আধুনিক পানির ফিল্টার নিয়ে। আবার ওয়াসার পানির গুণগতমান তৎক্ষণাৎ জানার জন্য প্রদর্শনীতে এসেছে বিশেষ ডিভাইস। প্রদর্শনীতে রোবট নিয়ে হাজির হয়েছে ড্যাফোডিল রোবোটিকস ল্যাব। স্টলে থাকা প্রতিনিধি জানান, তারা দুই ধরনের রোবট এনেছেন। একটি এন্টারটেইনমেন্ট রোবট। এটি শিশুদের সঙ্গে খেলা করবে, কথা বলবে। অন্যটি দিয়ে বিভিন্ন অফিস, যেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রদর্শনীর পাশাপাশি তিন দিনই থাকছে আধুনিক প্রযুক্তিবান্ধব শহর গড়ে তোলার ওপর একাধিক সেমিনার। এসব সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট সিটির তথ্য নিরাপত্তা, ওয়াইফাই ক্লাউড, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ আয়োজিত প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ