রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এ প্রদর্শনীতে নগর জীবনকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলতে নানা প্রযুক্তি ও আইডিয়া নিয়ে হাজির হয়েছে নগর অবকাঠামো, প্রযুক্তি, পরিবহন, নির্মাণ ও সেবা খাতের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল দুপুরে এ প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই দিনে আইসিসিবির নবরাত্রী হলে চতুর্থবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৬০টির অধিক স্টলে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, কসমেটিক্স, স্বাস্থ্যপণ্য, খাবারকে বিষমুক্ত করার নানা প্রযুক্তি ও রাসায়নিক নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। স্মার্ট সিটি এক্সপো ঘুরে দেখা গেছে, নগরকে আধুনিক, পরিবেশ ও প্রযুক্তিবান্ধব করতে নানা উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ইটের বিকল্প ব্লক নিয়ে হাজির হয়েছে। স্টলের কর্মীরা দর্শনার্থীদের ব্লক ব্যবহারের সুবিধা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া কেউ এনেছেন আধুনিক পানির ফিল্টার নিয়ে। আবার ওয়াসার পানির গুণগতমান তৎক্ষণাৎ জানার জন্য প্রদর্শনীতে এসেছে বিশেষ ডিভাইস। প্রদর্শনীতে রোবট নিয়ে হাজির হয়েছে ড্যাফোডিল রোবোটিকস ল্যাব। স্টলে থাকা প্রতিনিধি জানান, তারা দুই ধরনের রোবট এনেছেন। একটি এন্টারটেইনমেন্ট রোবট। এটি শিশুদের সঙ্গে খেলা করবে, কথা বলবে। অন্যটি দিয়ে বিভিন্ন অফিস, যেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রদর্শনীর পাশাপাশি তিন দিনই থাকছে আধুনিক প্রযুক্তিবান্ধব শহর গড়ে তোলার ওপর একাধিক সেমিনার। এসব সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট সিটির তথ্য নিরাপত্তা, ওয়াইফাই ক্লাউড, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ আয়োজিত প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বসুন্ধরায় শুরু হলো স্মার্ট সিটি এক্সপো
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর