রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এ প্রদর্শনীতে নগর জীবনকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলতে নানা প্রযুক্তি ও আইডিয়া নিয়ে হাজির হয়েছে নগর অবকাঠামো, প্রযুক্তি, পরিবহন, নির্মাণ ও সেবা খাতের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল দুপুরে এ প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই দিনে আইসিসিবির নবরাত্রী হলে চতুর্থবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৬০টির অধিক স্টলে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, কসমেটিক্স, স্বাস্থ্যপণ্য, খাবারকে বিষমুক্ত করার নানা প্রযুক্তি ও রাসায়নিক নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। স্মার্ট সিটি এক্সপো ঘুরে দেখা গেছে, নগরকে আধুনিক, পরিবেশ ও প্রযুক্তিবান্ধব করতে নানা উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ইটের বিকল্প ব্লক নিয়ে হাজির হয়েছে। স্টলের কর্মীরা দর্শনার্থীদের ব্লক ব্যবহারের সুবিধা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া কেউ এনেছেন আধুনিক পানির ফিল্টার নিয়ে। আবার ওয়াসার পানির গুণগতমান তৎক্ষণাৎ জানার জন্য প্রদর্শনীতে এসেছে বিশেষ ডিভাইস। প্রদর্শনীতে রোবট নিয়ে হাজির হয়েছে ড্যাফোডিল রোবোটিকস ল্যাব। স্টলে থাকা প্রতিনিধি জানান, তারা দুই ধরনের রোবট এনেছেন। একটি এন্টারটেইনমেন্ট রোবট। এটি শিশুদের সঙ্গে খেলা করবে, কথা বলবে। অন্যটি দিয়ে বিভিন্ন অফিস, যেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রদর্শনীর পাশাপাশি তিন দিনই থাকছে আধুনিক প্রযুক্তিবান্ধব শহর গড়ে তোলার ওপর একাধিক সেমিনার। এসব সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট সিটির তথ্য নিরাপত্তা, ওয়াইফাই ক্লাউড, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ আয়োজিত প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
বসুন্ধরায় শুরু হলো স্মার্ট সিটি এক্সপো
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর