রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এ প্রদর্শনীতে নগর জীবনকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলতে নানা প্রযুক্তি ও আইডিয়া নিয়ে হাজির হয়েছে নগর অবকাঠামো, প্রযুক্তি, পরিবহন, নির্মাণ ও সেবা খাতের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল দুপুরে এ প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একই দিনে আইসিসিবির নবরাত্রী হলে চতুর্থবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৬০টির অধিক স্টলে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, কসমেটিক্স, স্বাস্থ্যপণ্য, খাবারকে বিষমুক্ত করার নানা প্রযুক্তি ও রাসায়নিক নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। স্মার্ট সিটি এক্সপো ঘুরে দেখা গেছে, নগরকে আধুনিক, পরিবেশ ও প্রযুক্তিবান্ধব করতে নানা উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ইটের বিকল্প ব্লক নিয়ে হাজির হয়েছে। স্টলের কর্মীরা দর্শনার্থীদের ব্লক ব্যবহারের সুবিধা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া কেউ এনেছেন আধুনিক পানির ফিল্টার নিয়ে। আবার ওয়াসার পানির গুণগতমান তৎক্ষণাৎ জানার জন্য প্রদর্শনীতে এসেছে বিশেষ ডিভাইস। প্রদর্শনীতে রোবট নিয়ে হাজির হয়েছে ড্যাফোডিল রোবোটিকস ল্যাব। স্টলে থাকা প্রতিনিধি জানান, তারা দুই ধরনের রোবট এনেছেন। একটি এন্টারটেইনমেন্ট রোবট। এটি শিশুদের সঙ্গে খেলা করবে, কথা বলবে। অন্যটি দিয়ে বিভিন্ন অফিস, যেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রদর্শনীর পাশাপাশি তিন দিনই থাকছে আধুনিক প্রযুক্তিবান্ধব শহর গড়ে তোলার ওপর একাধিক সেমিনার। এসব সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট সিটির তথ্য নিরাপত্তা, ওয়াইফাই ক্লাউড, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ আয়োজিত প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ