রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরার সিরামিক মেলায় দেশি-বিদেশি ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরার সিরামিক মেলায় দেশি-বিদেশি ক্রেতা

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক ছাদের নিচে সিরামিকের সব পণ্য, কাঁচামাল ও নতুন প্রযুক্তি নিয়ে প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি ক্রেতা-দর্শনার্থীর ভিড়। ব্যতিক্রমী এ আয়োজনের শেষ দিন গতকাল ছুটির দিন হওয়ায় উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার, ক্রেতা, ভোক্তা ও দর্শনার্থী ব্যাপক ভিড় জমান। একই ছাদের নিচে এ ধরনের প্রদর্শনীর আয়োজনের জন্য অনেকেই সন্তোষ প্রকাশ করেন। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এ খাতের সমস্যা ও সম্ভাবনার কথা জানান মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, টয়লেটের কমোড ও বেসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান চারু সিরামিকস বিভিন্ন ডিজাইনের পণ্য নিয়ে স্টল সাজিয়েছে। স্টলকর্মীরা জানান, ক্রেতার পাশাপাশি উদ্যোক্তা পর্যায়ের লোকজনও তাদের পণ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। ফ্লোর টাইলস ও ওয়াল টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান শেল্টেক্ সিরামিকসের স্টলকর্মীরা জানান, ‘সকাল থেকেই আমাদের স্টলে উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থী বেশ ভিড় করছেন। আগতের বেশির ভাগই বিদেশি।’

প্রদর্শনীতে সিরামিক পণ্য তৈরির মেশিনারি সরবরাহকারী জার্মানির প্রতিষ্ঠান লিংগেল অংশ নিয়েছে। প্রতিষ্টানটির স্টলকর্মীরা জানান, ‘বাংলাদেশে এখনো সনাতন পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে; যা পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য ঢাকা বিশ্বের অন্যতম দূষণকবলিত নগরী। এ বিষয়ে সব সময়ই সচেতন আমাদের প্রতিষ্ঠান। এ বিষয়টি মেলায় তুলে ধরার চেষ্টা করছি, যাতে আমাদের প্রস্তুত করা পরিবেশবান্ধব ইট তৈরির মেশিন উদ্যোক্তারা ব্যবহারে আগ্রহী হন।’

মেলায় সিরামিক খাতে ফিনিশড্ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মির সিরামিক, চীনের জেডি টেক, নিপ্পন আইডিটি, ভারতের শ্রীরাম গ্রুপ, আইসিসি কালারস, প্রযুক্তি ও মেশিনারিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোশান লিঙ্কন থারমাল টেকনোলজি, দেশীয় ফারস সিরামিক, আরএকে সিরামিক, শাইনপুকুর, মুন্নু সিরামিকসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। বাংলাদেশে উদীয়মান রপ্তানি পণ্যের শিল্প খাত সিরামিকের সম্ভাবনা তুলে ধরতেই আয়োজন করা হয় এ মেলার। বৃহস্পতিবার থেকে আইসিসিবির চারটি হলে তিন দিনব্যাপী এ মেলার আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। আয়োজকরা জানান, ২০ দেশের ১২০টি প্রতিষ্ঠান প্রায় ১৫০টি ব্র্যান্ড নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে। এ ছাড়া ৩০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও প্রায় ৫০০ বিদেশি ক্রেতা এসেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর