বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জেলার রাজনীতি মাদারীপুর

অভ্যন্তরীণ দ্বন্দ্ব-গ্রুপিং দুই দলেই

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগে দ্বন্দ্ব চলছে। এক গ্রুপের নেতৃত্বে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অন্য গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এই দলাদলির প্রভাব পড়েছে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও।

অন্যদিকে মাদারীপুরে বিএনপির দলীয় কর্মকান্ডে তেজিভাব না থাকলেও থেমে নেই গ্রুপিং-দ্বন্দ্ব। তবে  বিএনপি নেতাদের দাবি, মামলা-হামলায় তারা জর্জরিত। ১০ বছরে শতাধিক মামলা হয়েছে কমপক্ষে ১০ হাজারের বেশি নেতা-কর্মীর নামে। তবুও দলীয় কর্মসূচি পালন করছেন তারা। মাদারীপুর আওয়ামী লীগের অনেকেই দলের এই উপদলীয় কোন্দলকে কর্তৃত্বের লড়াই বলে মনে করছেন। বিভিন্ন জাতীয় কর্মসূচিও পালিত হয় দুই গ্রুপের উদ্যোগে ভিন্নভাবে। বিগত মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন শাজাহান খানের ছোট ভাই ওবাইদুর রহমান কালু খান। নির্বাচনে কালু খান জয়লাভ করেন। তবে নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ এনে দলীয় গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত থাকার কারণ দেখিয়ে শাজাহান খানপন্থি আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের দুই গ্রুপ থেকে দুই প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে শাজাহান খান গ্রুপের নেতা মোতালেব মিয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন। শাজাহান খান গ্রুপের দাবি, দলীয় প্রার্থীর বিপক্ষে বাহাউদ্দিন নাছিম গ্রুপ রাজৈরে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছে। কালকিনিতে আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। এক গ্রুপ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অপর গ্রুপ বাহাউদ্দিন নাছিমের। এ ছাড়াও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপও নিজস্ব বলয় তৈরি করেছেন। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরও উপদলীয় কোন্দলে বিভক্ত জেলা বিএনপি। বিভিন্ন দলীয় কর্মসূচি দলের আহ্বায়ক জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান আলাদা আলাদাভাবে পালন করেন। কার্যত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ছাড়া অন্য কোনো কমিটি জেলায় বিদ্যমান নেই। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি বর্তমানে চলছে কমিটি বিহীন। তবে সম্প্রতি কালকিনি উপজেলা কমিটি গঠনের জন্য সাংগঠনিক সফরকালে আহ্বায়ক জাফর আলী মিয়ার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দলের গ্রুপিং প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া বলেন, আমাদের দলে কোনো গ্রুপিং নেই। কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে আালাদা দু-একটি কর্মসূচি পালন করতে পারে। সেটা তার ব্যক্তিগত কর্মকান্ড, দলীয় কর্মকান্ড নয়। মাদারীপুরে জামায়াত ও জাতীয় পার্টির তেমন কোনো কর্মকান্ড চোখে পড়ে না। তবে গোপনে জামায়াত দল গোছাচ্ছে। আর জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি ও কমিউনিস্ট পার্টি টিকে আছে কোনো রকম।

সর্বশেষ খবর