বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

গ্রুপিং নেই, আছে আদর্শগত দ্বন্দ্ব

-সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সভাপতি মাদারীপুর জেলা আওয়ামী লীগ

গ্রুপিং নেই, আছে আদর্শগত দ্বন্দ্ব

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা বলেছেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই, আছে আদর্শগত দ্বন্দ্ব। এখানকার স্থানীয় এক সংসদ সদস্য এখনো ভিতরে ভিতরে জাসদের আদর্শ লালন করেন। তিনি এখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিজের দলের লোক মনে করতে পারেন না। এ কারণেই তার সঙ্গে আদর্শগত দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত  সাক্ষাৎকারে তিনি সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে ইঙ্গিত করে বলেন, বিগত উপজেলা নির্বাচনে তিনি দল মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে তার ভাই ওবাইদুর রহমান কালু খানকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করান। দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, দলের ভিতরে কোনো গ্রুপিং নেই। দলীয় নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ। মাদারীপুর আওয়ামী লীগের উর্বর ঘাঁটি। দলের সাংগঠনিক অবস্থা অনেক ভালো। শুধু রাজৈর উপজেলা আওয়ামী লীগ চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। ২৪ বছরের পুরনো কমিটি দিয়ে রাজৈর আওয়ামী লীগ চলছে। তিনি বলেন, আমরা বার বার রাজৈর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের উদ্যোগ নিলেও শাজাহান খানের বাধার কারণে করা সম্ভব হয়নি। তবে অন্য উপজেলাগুলোতে হালনাগাদ কমিটি রয়েছে। ছাত্রলীগ ও কৃষকলীগ কেন্দ্র ঘোষিত কমিটির বাইরে শাজাহান খানের ব্যক্তিগত লোক দিয়ে কমিটি করেছে যা কেন্দ্রীয় কমিটি অনুমোদিত নয়। আগামী পৌর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, পৌরসভা নির্বাচনে যদি কেউ দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর