বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফের বড় দরপতনে শেয়ারবাজার, কমেছে সব সূচক

নিজস্ব প্রতিবেদক

আবারও বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। কমেছে সবগুলো সূচক। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক এক দিনে ৭২ পয়েন্ট কমেছে। চলতি সপ্তাহের লেনদেনের চার দিনই সূচক কমল ডিএসইতে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় ধরনের দরপতন হয়েছে।

জানা গেছে, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলো ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের সুযোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার জারির পর কয়েকদিন উত্থান হয়। কয়েকদিন উত্থান থাকার পর ফের দরপতনেই ফিরেছে বাজার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। চলতি সপ্তাহের চার দিনে সূচক কমেছে ১৮৪ পয়েন্ট। ডিএসইতে  লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২২৬টির এবং ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৪৫ লাখ টাকর ইন্দো-বাংলা ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের। এ ছাড়া ডিএসইতে টপ টেন লেনদেনে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল পলিমার, আরডি ফুড, লাফার্জহোলসিম, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪১ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর