করোনাভাইরাসে আতঙ্কে ভয়াবহ ধস ঠেকাতে সার্কিট ব্রেকারে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন যে কোনো কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় ক্লোজিং দর দিয়ে। আর ওই দরের নিচে শেয়ারের দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ। গতকাল বিএসইসির এই ঘোষণার পর মাত্র আধা ঘণ্টা লেনদেন হয় শেয়ারবাজারে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩৭১ পয়েন্ট বাড়ে। জানা গেছে করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চরম ভয়াবহ ধসের মুখে পড়ে শেয়ারবাজার। গত ৯ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ডিএসইতে সূচকের পতন হয় প্রায় ৭০০ পয়েন্ট। দরপতনের এ ঘটনায় ডিএসই কর্তৃপক্ষ বুধবার লেনদেনের সময় চার ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত নেয়। যা গতকাল থেকে কার্যকর হয়। তবে বিএসইসির সিদ্ধান্তের কারণে গতকাল লেনদেন হয়েছে মাত্র আধা ঘণ্টা। দুপুর ২টায় লেনদেন শুরু হয়ে শেষ হয় আড়াইটায়। এই আধা ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪১টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ৪৯টির। আর ১৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি ছিল মুন্নু সিরামিক, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি ও ইন্টারন্যাশনাল লিজিং। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৭০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে এক কোটি সাত লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দাম বেড়েছে। কমেছে ৬২টির। আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
শেয়ার লেনদেনে নতুন নিয়ম জারি
আধা ঘণ্টায় সূচক বাড়ল ৩৭১ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর