করোনাভাইরাসে আতঙ্কে ভয়াবহ ধস ঠেকাতে সার্কিট ব্রেকারে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন যে কোনো কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় ক্লোজিং দর দিয়ে। আর ওই দরের নিচে শেয়ারের দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ। গতকাল বিএসইসির এই ঘোষণার পর মাত্র আধা ঘণ্টা লেনদেন হয় শেয়ারবাজারে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩৭১ পয়েন্ট বাড়ে। জানা গেছে করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চরম ভয়াবহ ধসের মুখে পড়ে শেয়ারবাজার। গত ৯ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ডিএসইতে সূচকের পতন হয় প্রায় ৭০০ পয়েন্ট। দরপতনের এ ঘটনায় ডিএসই কর্তৃপক্ষ বুধবার লেনদেনের সময় চার ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত নেয়। যা গতকাল থেকে কার্যকর হয়। তবে বিএসইসির সিদ্ধান্তের কারণে গতকাল লেনদেন হয়েছে মাত্র আধা ঘণ্টা। দুপুর ২টায় লেনদেন শুরু হয়ে শেষ হয় আড়াইটায়। এই আধা ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪১টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ৪৯টির। আর ১৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি ছিল মুন্নু সিরামিক, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি ও ইন্টারন্যাশনাল লিজিং। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৭০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে এক কোটি সাত লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দাম বেড়েছে। কমেছে ৬২টির। আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের