করোনাভাইরাসে আতঙ্কে ভয়াবহ ধস ঠেকাতে সার্কিট ব্রেকারে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন যে কোনো কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় ক্লোজিং দর দিয়ে। আর ওই দরের নিচে শেয়ারের দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ। গতকাল বিএসইসির এই ঘোষণার পর মাত্র আধা ঘণ্টা লেনদেন হয় শেয়ারবাজারে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩৭১ পয়েন্ট বাড়ে। জানা গেছে করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চরম ভয়াবহ ধসের মুখে পড়ে শেয়ারবাজার। গত ৯ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ডিএসইতে সূচকের পতন হয় প্রায় ৭০০ পয়েন্ট। দরপতনের এ ঘটনায় ডিএসই কর্তৃপক্ষ বুধবার লেনদেনের সময় চার ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত নেয়। যা গতকাল থেকে কার্যকর হয়। তবে বিএসইসির সিদ্ধান্তের কারণে গতকাল লেনদেন হয়েছে মাত্র আধা ঘণ্টা। দুপুর ২টায় লেনদেন শুরু হয়ে শেষ হয় আড়াইটায়। এই আধা ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪১টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ৪৯টির। আর ১৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি ছিল মুন্নু সিরামিক, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি ও ইন্টারন্যাশনাল লিজিং। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৭০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে এক কোটি সাত লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দাম বেড়েছে। কমেছে ৬২টির। আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
শেয়ার লেনদেনে নতুন নিয়ম জারি
আধা ঘণ্টায় সূচক বাড়ল ৩৭১ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর