বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক বছরের জন্য ঋণের সুদ মওকুফ চায় ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী উৎপাদন খাতকে আগামী এক বছরের জন্য ঋণের সুদ মওকুফ করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই। সংগঠনটি পরামর্শ দিয়ে বলেছে, শিল্প-কারখানার মালিকরা যেন যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারেন, সে জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাজে লাগিয়ে এক শতাংশ সুদে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাগুলোর জন্য একটি বিশেষ তহবিল গঠন করুন। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য স্বল্পসুদের এসএমই অর্থায়ন সুবিধা দিতে হবে। অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত রক্ষায় বাণিজ্যিক ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস ও পানির ব্যবহার এবং লাইসেন্স নবায়নের ওপর আগামী এক বছর পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়। আমদানি, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত জিনিসপত্র, মেডিকেল সরঞ্জাম এবং রপ্তানিমুখী উৎপাদনশীল শিল্পের ওপর থেকে আগামী এক বছরের জন্য অগ্রিম কর (এটি) এবং ভ্যাট মওকুফ করতে পারে। পাশাপাশি ব্যক্তি শ্রেণির কর আদায়ে ও করপোরেট কর হারে কিছুটা ছাড় প্রদানের বিষয়টি ভাবতে হবে।

সর্বশেষ খবর