ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় দেশের সাধারণ মানুষকে সচেতন করতে ইসলামী দলগুলো ব্যাপক ভূমিকা রাখতে পারে, রাখছেও। তিনি বলেন, মহামারীর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মানুষকে সচেতন করলে বেশি ফলপ্রসূ হয়। ইসলামী দলের অনেক নেতা মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে থাকেন। সে হিসেবে মসজিদের মাইকে ওয়াজের মাধ্যমে সচেতন করে তুলতে পারেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামী সংগঠন হিসেবে ইসলামী আন্দোলনও করোনা নিয়ে জাতিকে সচেতন করতে দেশব্যাপী লিফলেট, প্রচারপত্র, ফেস্টুন, মোড়ে মোড়ে পানি ও সাবানের ব্যবস্থা করে অপরদিকে কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছে। তা ছাড়া কর্মীদের দিয়ে বাসায় বাসায় গিয়েও সচেতন করার কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইউনুছ আহমাদ বলেন, করোনা মহামারীতে লকডাউন অবস্থায় দরিদ্র ও কর্মহীন মানুষের দুর্দিনে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়ানো সবার দায়িত্ব। তিনি বলেন, অসহায় কর্মহীন মানুষ ও মধ্যবিত্ত মানুষের এ দুর্যোগ মুহূর্তে দুই মাসের বাড়ি ভাড়া মওকুফ করা উচিত। পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল সরকারের মওকুফ করা উচিত। ইউনুছ আহমাদ বলেন, অসহায় মানুষের ত্রাণ নিয়েও অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ত্রাণ বিতরণে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। এসব দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করতে হবে। ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা আরও বাড়াতে হবে। আক্রান্তরা যথাযথ সেবা পাচ্ছে না। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত ও আরও উন্নত করতে হবে। পাশাপাশি সাধারণ চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
শিরোনাম
- ৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা
- লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট