বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
যোগ দেননি ২০০ ইন্টার্ন চিকিৎসক

অন্য কোথাও ইন্টার্নশিপের সুযোগ না দেওয়ার সুপারিশ

ময়মনসিংহ প্রতিনিধি

সারা দেশে সব মেডিকেলে শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে যোগদান করলেও ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫২ ব্যাচের কোনো শিক্ষার্থী যোগদান করেননি। তাই তাদের দেশের আর কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ না দেওয়ার সুপারিশ করেছেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ। ফলে মমেকসহ দেশের অন্য কোথাও ইন্টার্ন করার সুযোগ হারাতে পারে প্রায় পৌনে দুইশ শিক্ষানবিশ চিকিৎসক।

গত বৃহস্পতিবার মমেকের পরিচালক এমন সিদ্ধান্ত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ‘অতীব জরুরি’ সিল দিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য পেশাগত ফাইনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের (এম-৫২ ব্যাচ) ২০২০ সালের ১৪ মার্চ থেকে ২৫ মার্চ তারিখের মধ্যে যোগদান করার নির্দেশনা ছিল। তবে ২ এপ্রিল পর্যন্ত এই ব্যাচের কেউ যোগদান করেননি। এত সংখ্যক ইন্টার্ন চিকিৎসক একসঙ্গে যোগদান না করার ফলে হাসপাতালের চিকিৎসাসেবায় মারাত্মক বিঘœ সৃষ্টি হয়েছে। তাই উপরোক্ত বক্তব্যের আলোকে এম-৫২ ব্যাচের কোনো শিক্ষার্থী যেন কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ না পান, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’

চিঠিটি স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন), রেজিস্ট্রার, প্রশাসন বিভাগের পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর, ডিজিএফআই, র?্যাব-১৪-সহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ইন্টার্নশিপে যোগ না দেওয়ায় তাদের ব্যাপারে এমন সিদ্ধান্ত মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’

সর্বশেষ খবর