শেরপুরের নালিতাবাড়ীতে মদ্যপ তিন ব্যক্তির হাতে খুন হয়েছেন সুনীল মারাক (৪৫) নামে এক উপজাতি কৃষক। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয়রা হামলাকারীদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার রাত ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের কালাপানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের কৃষক সুনীল মারাক তার স্ত্রী, সন্তান ও মেয়ের জামাতাদের নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে বোরো ধান কেটে ধানের আঁটি ভ্যান গাড়িতে করে বাড়িতে আনছিলেন। এ সময় মদ্যপ অবস্থায় তিন ব্যক্তি বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে করে আসার পথে ভ্যান গাড়িতে ধাক্কা দেয় এবং সুনীলের স্ত্রী দীবাশ মারাকের গায়ে হাত তোলে। এ সময় সুনীল এর প্রতিবাদ করতে গেলে যুবকেরা ছুরি দিয়ে হামলা করে। এতে সুনীল ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হন স্ত্রী দীবাশ ও মেয়ের জামাতা আনতুন। এদিকে হামলা ও চেঁচামেচির শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীদের আটক করে গণধোলাই দেয় ও আহতদের উদ্ধার করে ঝিনাইগাতি হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও আটক তিনজনকে হেফাজতে নেয়। আটককৃতরা হলো- জামালপুরের মেলান্দহ উপজেলার স্বপন (২৮), জোয়াদুল ইসলাম (৩০) ও ধোবাউরা উপজেলার মুন্সিরহাট এলাকার পিরেন্দ্র সাংমা (৫০)। নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং হামলাকারীরা নালিতাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।