শরীরের ইমিউনিটি সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) মজবুত হওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হলেও প্রাণে বেঁচে যাচ্ছেন প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ। বিপাকে পড়েছেন আগে থেকেই ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্তরা। এর মধ্যে অনেকের বাড়িতে, অফিসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করায় ছড়ানোর অনুকূল পরিবেশ পাচ্ছে করোনাভাইরাস। জনস্বাস্থ্যবিদ আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, লকডাউন তুলে দিয়ে জনগণকে সচেতন হতে বলা হচ্ছে। কাজে বের হতে হচ্ছে মানুষকে। শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে করোনাভাইরাস কাবু করে ফেলছে তাদের। অনেকের অবস্থার অবনতি হচ্ছে আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে। এ সময় নিয়মিত ব্যায়াম করা, শরীরে ইমিউনিটি বাড়ে এমন পুষ্টিযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গত ১২ মে করোনাভাইরাসে আক্রান্ত হন রংপুরের ধানকাটা শ্রমিক ফরহাদ হোসেন। কুমিল্লায় এক বিদেশফেরত ব্যক্তির বাড়িতে ধানকাটতে গিয়েছিলেন তিনি। পরে ওই প্রবাসীর সংস্পর্শে যাওয়া সবাইকে পরীক্ষা করে কয়েকজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলে। ফরহাদসহ তিনজন ধানকাটা শ্রমিক আক্রান্ত হয়েছিলেন। তাদের শরীরে কোনো ধরনের উপসর্গ ছিল না। আট দিন পরেই তাদের করোনা নেগেটিভ আসে। এ ব্যাপারে ভাইরাস বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম বলেন, সবার শরীরের ইমিউনিটি এক রকম নয়। তাদের দ্রুত সুস্থ হওয়ার পেছনে বেশ কয়েকটি বিষয় কাজ করেছে। তারা বয়সে তরুণ ও শরীরে অন্য কোনো জটিলতা নেই। ওই শ্রমিকরা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন। তাদের ইমিউনিটি সিস্টেম মজবুত হওয়ায় করোনা তাদের কাবু করতে পারেনি। টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়েছিলেন খলিল মিয়া। তার স্বজন জানান, আক্রান্ত হওয়ার পরে খলিল মিয়া জমির পাশে একটি ঘরে থাকতেন। পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে তিনি এমন সিদ্ধান্ত নেন। বয়স ৬০ ছুঁইছুঁই হলেও শারীরিক কোনো জটিলতা ছিল না। সময় কাটাতে তিনি ভোরে উঠে নিজের জমিতে কাজ করতেন ও রান্না করে খেতেন। কোনো ধরনের জটিলতা না থাকায় ওষুধ খাওয়ারও প্রয়োজন পড়েনি। জমির টাটকা শাক, সবজি খেয়ে তিনি ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। করোনায় সবচেয়ে বিপাকে পড়েছেন আগে থেকেই বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্তরা। করোনায় কাবু হয়ে পড়েছেন তারা। অনেকে করোনা আক্রান্ত না হলেও ভয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। যাদের বয়স বেশি তারা আরও ঝুঁকিতে রয়েছেন। শারীরিক পরিশ্রম করেন না এমন মানুষের ঝুঁকি বেড়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষ, বাসা, গাড়িতে করোনাভাইরাস দীর্ঘ সময় জীবিত থাকে। তাই এসব ব্যবহারকারীর ঝুঁকিও বেড়েছে। শরীরে ইমিউনিটি সিস্টেমকে হারিয়ে দিয়ে জিতে যাচ্ছে করোনা। ডা. নজরুল ইসলাম বলেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে শারীরিক পরিশ্রমের সম্পর্ক আছে। একজন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে তখন শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে। শরীরের মাংসপেশি এবং হৃদযন্ত্র অনেক কার্যকরী হয়। একই সঙ্গে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে শরীরের দূরতম প্রান্ত পর্যন্ত অক্সিজেন পৌঁছবে। তখন শরীরের কোষগুলোতে শক্তি উৎপাদন শুরু হবে। প্রতিদিন শারীরিক পরিশ্রমের সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সম্পর্ক আছে। তিনি আরও বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, গাড়িতে করোনাভাইরাস অনুকূল পরিবেশ পায়। এ সময় জীবাণুমুক্ত থাকতে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি