মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দেশের ৩০ হাজার ২১৩ মণ্ডপে হবে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক

দেশের ৩০ হাজার ২১৩ মণ্ডপে হবে দুর্গাপূজা

খামারবাড়ি সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজামন্ডপ থেকে তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস মহামারীর কারণে এবার দুর্গাপূজায় নেই উৎসবের আমেজ। তবুও ধর্মীয় রীতিনীতি ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে পূজা মন্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ বছর সারা দেশে ৩০ হাজার ২১৩টি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, করোনা মহামারীর কারণে এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে। তাই এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করছি। দেশের ৩০ হাজার ২১৩টি পূজা মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। রাজধানীর ২৩১ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলোতে স্বাস্থ্যবিধির নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। জনগণকে অনুরোধ করব- মাস্ক পরে মন্ডপে আসার এবং ভিড় না করার। এদিকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা মন্ডপ তৈরির কাজ প্রায় শেষ। উত্তম রায়ের তৈরি প্রতিমা বসানো হয়েছে মন্ডপে। গতকাল দেখা গেছে, মন্ডপ প্রাঙ্গণের বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃত্ত আঁকছিলেন আবির নামের এক কর্মী। সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সমীর চন্দ্র এ সময় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রতিবছর আমরা মহাধুমধামে পূজার আয়োজন করি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে পূজার আয়োজন করেছি। মন্ডপে আগত ভক্তদের সরবরাহ করার জন্য আমরা এক লাখ মাস্ক কিনেছি। এ ছাড়া ১৫০ লিটার হ্যান্ডস্যানিটাইজার কিনেছি, প্রয়োজনে আরও কেনা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ভক্তদের দাঁড়ানোর জন্য লাল বৃত্ত আঁকানো হচ্ছে।’ সূত্র জানায়, এ বছর করোনা মহামারীর কারণে রাজধানীর কোনো মন্দিরে কুমারী পূজা হবে না। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে এবার পূজা করতে হবে, সে বিষয়ে গত ২৬ আগস্ট পূজা উদযাপন পরিষদ ২৬ দফা দিক-নির্দেশনা দেয়।

সর্বশেষ খবর