রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানুষের দুর্দশা মোকাবিলা করা বড় রাজনীতি

-আবদুস সালাম

মানুষের দুর্দশা মোকাবিলা করা বড় রাজনীতি

‘জাগো বাহে কোনঠে সবায়’ নামের সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাতা নাটোর এন এস সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম বলেছেন, দেশের মানুষের দুর্দশা যখন চরমে তখন এটি মোকাবিলা করার চেয়ে বড় রাজনীতি আর কিছু হতে পারে না। করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই। অদৃশ্য শত্রু করোনা ভাইরাস সমাজ, সরকার ও রাজনীতির অনেক ক্ষত ও দুর্বল দিক প্রকাশ করে দিয়েছে। করোনাকালীন নাটোরে ‘জাগো বাহে কোনঠে সবায়’ সংগঠনটি মানবিক কাজ করে আলোচনায় আসে। আবদুস সালাম বলেন, মানুষ জীবিকা ও চিকিৎসা নিয়ে অসহায় হয়ে পড়েছে। এ অসহায় মুহূর্তে করোনাভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে দূরে থাকুন। দল, আদর্শ ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষকে বাঁচাতে হবে। সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে। দাঁড়ানোই এখনকার মানবিক রাজনীতি। সব কিছুতেই রাজনীতি খোঁজার সময় এখন নয়। করোনার শুরু থেকে নাটোরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য তেমন কোনো ভূমিকায় দেখা যায়নি। তবে আওয়ামী লীগের খাদ্য সহায়তা কার্যক্রম ছিল চোখের পড়ার মতো।

সর্বশেষ খবর