দেশে করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই হার প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এর মধ্যে ২৬ জনই (৬৬ দশমিক ৬৬ শতাংশ) ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এখন পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৪৮৭ জনের মধ্যে ৩ হাজার ৪৪৮ জনের (৫৩ দশমিক ১৫ শতাংশ) মৃত্যু হয়েছে ঢাকায়। তিন মাস আগে গত ২৫ আগস্ট ঢাকা বিভাগে মৃত্যুর হার ছিল ৪৮ দশমিক ২৯ শতাংশ। মৃত্যুতে ঢাকার পর পরই অবস্থান চট্টগ্রামের। গতকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার ছিল ১৯ দশমিক ২২ শতাংশ। অন্য বিভাগগুলোয় মৃত্যুর হার এখনো ৮ শতাংশের নিচে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ১৫৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১২ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২২ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব ও ৫ জন চল্লিশোর্ধ্ব। এর মধ্যে ২৬ জন ঢাকা, ৫ জন চট্টগ্রাম, ৩ জন রাজশাহী, ২ জন খুলনা, ২ জন রংপুর ও ১ জন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। এদিকে মোবাইল ফোনে কভিড-১৯ সেবা পেতে কমে গেছে ফোন কলের সংখ্যা। গত জুন-জুলাইয়ে স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩), ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে দৈনিক দেড় লক্ষাধিক মানুষ কভিড-১৯ স্বাস্থ্যসেবার জন্য ফোন করতেন। গতকাল ফোন কলের সংখ্যা ছিল ৪১ হাজার ১১০টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
মৃত্যু বাড়ছে ঢাকায়
২৪ ঘণ্টায় শনাক্ত ২১৫৬, মৃত্যু ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর