দেশে করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই হার প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এর মধ্যে ২৬ জনই (৬৬ দশমিক ৬৬ শতাংশ) ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এখন পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৪৮৭ জনের মধ্যে ৩ হাজার ৪৪৮ জনের (৫৩ দশমিক ১৫ শতাংশ) মৃত্যু হয়েছে ঢাকায়। তিন মাস আগে গত ২৫ আগস্ট ঢাকা বিভাগে মৃত্যুর হার ছিল ৪৮ দশমিক ২৯ শতাংশ। মৃত্যুতে ঢাকার পর পরই অবস্থান চট্টগ্রামের। গতকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার ছিল ১৯ দশমিক ২২ শতাংশ। অন্য বিভাগগুলোয় মৃত্যুর হার এখনো ৮ শতাংশের নিচে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ১৫৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১২ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২২ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব ও ৫ জন চল্লিশোর্ধ্ব। এর মধ্যে ২৬ জন ঢাকা, ৫ জন চট্টগ্রাম, ৩ জন রাজশাহী, ২ জন খুলনা, ২ জন রংপুর ও ১ জন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। এদিকে মোবাইল ফোনে কভিড-১৯ সেবা পেতে কমে গেছে ফোন কলের সংখ্যা। গত জুন-জুলাইয়ে স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩), ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে দৈনিক দেড় লক্ষাধিক মানুষ কভিড-১৯ স্বাস্থ্যসেবার জন্য ফোন করতেন। গতকাল ফোন কলের সংখ্যা ছিল ৪১ হাজার ১১০টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
মৃত্যু বাড়ছে ঢাকায়
২৪ ঘণ্টায় শনাক্ত ২১৫৬, মৃত্যু ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর