দেশে করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই হার প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এর মধ্যে ২৬ জনই (৬৬ দশমিক ৬৬ শতাংশ) ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এখন পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৪৮৭ জনের মধ্যে ৩ হাজার ৪৪৮ জনের (৫৩ দশমিক ১৫ শতাংশ) মৃত্যু হয়েছে ঢাকায়। তিন মাস আগে গত ২৫ আগস্ট ঢাকা বিভাগে মৃত্যুর হার ছিল ৪৮ দশমিক ২৯ শতাংশ। মৃত্যুতে ঢাকার পর পরই অবস্থান চট্টগ্রামের। গতকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার ছিল ১৯ দশমিক ২২ শতাংশ। অন্য বিভাগগুলোয় মৃত্যুর হার এখনো ৮ শতাংশের নিচে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ১৫৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১২ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২২ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব ও ৫ জন চল্লিশোর্ধ্ব। এর মধ্যে ২৬ জন ঢাকা, ৫ জন চট্টগ্রাম, ৩ জন রাজশাহী, ২ জন খুলনা, ২ জন রংপুর ও ১ জন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। এদিকে মোবাইল ফোনে কভিড-১৯ সেবা পেতে কমে গেছে ফোন কলের সংখ্যা। গত জুন-জুলাইয়ে স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩), ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে দৈনিক দেড় লক্ষাধিক মানুষ কভিড-১৯ স্বাস্থ্যসেবার জন্য ফোন করতেন। গতকাল ফোন কলের সংখ্যা ছিল ৪১ হাজার ১১০টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
মৃত্যু বাড়ছে ঢাকায়
২৪ ঘণ্টায় শনাক্ত ২১৫৬, মৃত্যু ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর