বুড়িগঙ্গা ও তুরাগের তীর দখলমুক্ত করতে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) আসলামুল হকের দুই প্রতিষ্ঠান অবিলম্বে উচ্ছেদের সুপারিশ করেছে সরকারের একটি সংস্থা। সাভারের শ্যামলাপুর, কেরানীগঞ্জের ওয়াশপুর ও ঘাটারচর অংশে বুড়িগঙ্গা ও তুরাগের তীরসহ প্লাবনভূমি দখল করে প্রতিষ্ঠান দুটি গড়ে তোলা হয়েছে বলে প্রমাণিত হওয়ায় এ সুপারিশ করা হয়। আদালতের নির্দেশে আসলামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মায়িশা পাওয়ার প্ল্যান্ট’ ও ‘আরিশা প্রাইভেট ইকোনমিক জোন’-এর অবস্থান যৌথ জরিপের মাধ্যমে নিশ্চিত হয়ে প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে হাই কোর্টে দাখিলের জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের তৈরি প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার যৌথ জরিপে উল্লেখ করা হয়, বুড়িগঙ্গা ও তুরাগের জমি দখল করে ‘মায়িশা পাওয়ার প্ল্যান্ট’ ও ‘আরিশা প্রাইভেট ইকোনমিক জোন’ গড়ে তোলা হয়েছে। বিআইডব্লিউটিএ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর প্রতিনিধিদের নিয়ে এ জরিপ পরিচালিত হয়। জরিপে বুড়িগঙ্গা, তুরাগের ১২.৭৮৬৪ একর তীরভূমি ও প্লাবনভূমির ৭.৯২১২ একর ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ড্যাপের আওতাভুক্ত জমিসহ মোট ৫৪ দশমিক ০১৭৮ একর জমিতে মায়িশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা প্রাইভেট ইকোনমিক জোনসহ বেশ কিছু বাণিজ্যিক অবৈধ স্থাপনা গড়ে তোলার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে জাতীয় নদী কমিশনের আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, ‘গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর যৌথ জরিপের পর গত ৯ নভেম্বর প্রতিবেদনটি চূড়ান্ত হয়েছে। আগামী রবিবার প্রতিবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। প্রতিবেদনে ১০ দফা সুপারিশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন।’
শিরোনাম
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা
- ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- সহজ জয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
এমপি আসলামের দুই প্রতিষ্ঠান অবিলম্বে উচ্ছেদের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর