শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চালের দাম নিম্নমুখী আড়াই মাস পর

ভারতের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে

ফারুক তাহের, চট্টগ্রাম

সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানিতে শুল্কহার কমানোর পর বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তবে পাইকারি ও খুচরা বাজারে এখনো চালের দাম স্থিতিশীল পর্যায়ে না এলেও এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে কমে আসতে পারে। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে ভারত থেকে দুই দফায় প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। চলতি বছরে টিসিবির মাধ্যমে ২৫ শতাংশ শুল্কে সরকারিভাবে ৬ লাখ টন এবং বেসরকারিভাবে  আড়াই লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়। ভারত থেকে সরকারি পর্যায়ে আমদানি শুরু হলেও বেসরকারি কোনো প্রতিষ্ঠান এখনো আমদানি শুরু করেনি। আগে চালের আমদানি শুল্কহার নির্ধারিত ছিল ৬৩ শতাংশ। সরকার দামের লাগাম টেনে ধরতে শুল্কহার ২৫ শতাংশে নামিয়ে আনে। তবে আমদানি প্রক্রিয়া শেষের পথে রয়েছে উল্লেখ করে দামের যে ঊর্ধ্বমুখিতা ছিল, তা নিম্নমুখী হচ্ছে বলে জানালেন দেশের বৃহৎ পাইকারি চালের বাজার চট্টগ্রামের চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম। 

এদিকে গত মঙ্গলবার রাতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সেঁজুতি দ্বিতীয় দফায় ভারত থেকে ৫ হাজার ১০০ মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। এরপর খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ দলের নমুনা সংগ্রহের পর কায়িক পরীক্ষা শেষে চালানটি খালাসের অনুমোদন দেওয়া হয়। চালগুলো খালাস করে সরকারি গুদামে নিয়ে যাওয়া হবে বলে জানান খাদ্য অধিদফতরের সহকারী নিয়ন্ত্রক জিয়াউল করিম মোহাম্মদ তারেক। গত সপ্তাহে একই জাহাজে করে ভারত থেকে আমদানি চুক্তি অনুযায়ী ৪ হাজার ১৪৬ মেট্রিক টন চালের প্রথম চালান আসে চট্টগ্রাম বন্দরে। চাক্তাইয়ের পাইকারি ও নগরীর একাধিক খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত আড়াই মাস ধরে সব ধরনের চালের দামে বস্তাপ্রতি (৫০ কেজি ওজনের) ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে যায়। চলতি সপ্তাহে বস্তাপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম কমেছে। তবে আউশের চেয়ে আমনের দাম অর্থাৎ নতুন চালের দাম বেশি কমেছে। নগরীর কাজীর দেউড়ি আশকার দিঘি বাজারের খুচরা দোকানদার মোহাম্মদ আলমগীর জানান, পুরাতন পাইজাম চালের দাম ২৬৫০ থেকে ২৬০০ টাকা এবং এবং নতুন পাইজাম চালের দাম ২৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া জিরাশাইল, নাজিরশাইল, কাটারিভোগ চালের দামও ৫০ থেকে ১০০ টাকা করে কমেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর