শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৫ শতাংশের নিচে নামল সংক্রমণ হার

২৪ ঘণ্টায় শনাক্ত ৮১৩, মৃত্যু ১৬

নিজস্ব প্রতিবেদক

৫ শতাংশের নিচে নামল সংক্রমণ হার

দেশে করোনা সংক্রমণ হার গত ৫ এপ্রিলের পর প্রথমবারের মতো ৫ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষায় ৮১৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯০ শতাংশ। একই সংক্রমণ হার ছিল গত ৫ এপ্রিল। এরপর সংক্রমণ বাড়তে বাড়তে ৩ আগস্ট ৩১ দশমিক ৯১ শতাংশে দাঁড়ায়। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের ও সুস্থ হয়ে উঠেছেন ৮৮৩ জন। গতকাল পর্যন্ত পদশে মোট রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন ও মারা গেছেন ৭ হাজার ৮৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১১ জন ছিলেন পুরুষ ও পাঁচজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে নয়জন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে নয়জন ঢাকা, পাঁচজন চট্টগ্রাম, একজন বরিশাল ও একজন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।

অ্যান্টিজেন পরীক্ষাবিষয়ক নির্দেশিকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা নিয়ে গতকাল বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এতে বলা হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষার ফল ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে পাওয়া যায়। তবে সংবেদনশীলতা কম হওয়ায় কভিড-১৯ সংক্রমণ থাকার পরও ফলাফল নেগেটিভ আসতে পারে। এক্ষেত্রে সন্দেহজনক ব্যক্তির আরটি-পিসিআর বা জিন এক্সপার্ট পদ্ধতিতে দ্বিতীয়বার পরীক্ষা করা প্রয়োজন। তবে অ্যান্টিজেন পরীক্ষায় কারও পজিটিভ ধরা পড়লে সেটা নিশ্চিত পজিটিভ হিসেবে গণ্য হবে। করোনা উপসর্গ প্রকাশের সাত দিনের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর