শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশ্বে মোট মৃত্যু ২৩ লাখের কাছাকাছি

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। চলতি মাসের ২৭ তারিখের মধ্যে এ সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি। সূত্র : সিএনএন।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে বর্তমানে মৃত্যুর যে হার, এ অবস্থা চললে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে যাবে বলে সিডিসি পূর্বাভাস দিয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্র করোনায় প্রথম মৃত্যু গুনেছে গত বছরের ফেব্রুয়ারিতে। এ সংখ্যা এক বছর না গড়াতেই গেল ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার ৬৮১-তে পৌঁছেছে। আর ৩ ফেব্রুয়ারি সিডিসি পূর্বাভাস দিয়েছে, চলতি মাসে মৃতের সংখ্যা আরও ৮০ হাজার ছাড়িয়ে যাবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক অ্যান্থনি ফাউসি ৩ ফেব্রুয়ারি বলেছেন, ‘করোনার নতুন ধরন প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় সবাইকে দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনা। তবে দেশে এ মুহূর্তে ওই হারে টিকা দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা ভালো করছি।’

নিউইয়র্ক নগরের স্বাস্থ্য উপদেষ্টা জয় ভার্মা বলেন, ‘যুক্তরাষ্ট্রে করোনার কতটি ধরন আছে এবং সেগুলো কত দ্রুত ছড়িয়ে পড়ছে তা এ মুহূর্তে শনাক্ত করা কঠিন। এর জন্য জেনেটিক সিকোয়েন্স করতে হয়। আমার মনে হয়, সবচেয়ে নিরাপদ হলো দেশে করোনার নতুন ধরন অনেক ছড়িয়ে ধরে নিয়ে পরিকল্পনা করতে হবে।’

বার্মিংহামের আলাবামা ইউনিভার্সিটির সেন্টার ফর এইডস রিসার্চের কর্মকর্তা রিকার্ডো ফ্রাঙ্কো বলেন, ‘করোনার টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটি তৈরি করতে হবে। তবে টিকা চলে এসেছে বলে এখনই মাস্ক ছাড়ার সময় আসেনি। মাস্ক ব্যবহার করতেই হবে।’

বিশ্বে মৃত্যু ২৩ লাখের কাছাকাছি : বিশ্বে মোট মৃতের সংখ্যা এখন ২৩ লাখের কাছাকাছি। গতকাল সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ২২ লাখ ৯৭ হাজার। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে প্রায় ১৫ হাজার করে। এ ছাড়া এ সময় পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ কোটি ৫৫ লাখ। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে ৫ লক্ষাধিক করে।

সর্বশেষ খবর