সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় দরপতন

সপ্তাহের প্রথম দিনে দেশের শেয়ারবাজারে এক প্রকার ধস  নেমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  লেনদেনে অংশ নেওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ফলে বড় পতন হয়েছে সবকটি মূল্য সূচকের। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্টের বেশি পতন হয়েছে।

ডিএসইতে লেনদেনে তালিকাভুক্ত ২২৪টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৪৩টির। আর ৮৬টির দাম অপরিবর্তিত থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৪ পয়েন্টে নেমে গেছে। তবে মূল্য সূচকের বড় পতন হলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৭১ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিন ছিল ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭ টাকা ৫০ পয়সা কমে দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৭৫ টাকা ২০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৯  কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এ ছাড়া লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, বেক্সিমকো ফার্মা, মিথুন নিটিং, বিডি ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার এবং এনার্জিপ্যাক পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫১টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর