শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

মনিটরের পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে

-ড. এ বি মির্জ্জা আজিজ

মনিটরের পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, আসন্ন রমজানে দ্রব্য সামগ্রীর বাজার দুইভাবে মনিটর করা যায়। একটি হলো যারা বাজার মনিটরের দায়িত্বে তাদের সক্রিয় থাকতে হবে। তাদের যে আইন আছে তা কার্যকর করতে হবে। অন্যটি হলো- বিকল্পভাবে বাজারে পর্যাপ্ত দ্রব্য সরবরাহ নিশ্চিত করতে হবে। আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে গতকাল সন্ধ্যায় ফোনালাপে তিনি এ কথা বলেন। ড. এ বি মির্জ্জা আজিজুল বলেন, শুধু জবরদস্তি করে, মামলা মোকাদ্দমা বা জরিমানা করেই সব সমস্যার সমাধান হতে পারে না। সেজন্য বাজারে যদি দ্রব্য সামগ্রীর সরবরাহ বাড়ানো যায় তাহলে জনগণ অপেক্ষাকৃত কম দামে দ্রব্য সামগ্রী কিনতে পারবে। অনেক সময় চাহিদা বাড়বে এই আগাম বার্তা থেকেই ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। ব্যবসায়ীরা বাজারে বিভিন্ন সামগ্রীর প্রয়োজনীয়তা বুঝতে পেরেই দাম বাড়িয়ে দেন। সেক্ষেত্রেও সঠিকভাবে বাজার মনিটর করতে হবে। খ্যাতিমান এই বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, করোনাভাইরাসের কারণে এমনিতেই মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এরপর নিত্যপণ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের ওপর অসহনীয় বাড়তি চাপ পড়বে। বাজার নজরদারির জন্য আমরা সব সময় বলে আসছি; কিন্তু কোনো কাজ হচ্ছে না। কী কারণে দাম বাড়ছে, তা খতিয়ে দেখা উচিত। এক্ষেত্রে কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে অভিযুক্তদের খুঁজে বের করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর