রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ি উপজেলার বটুলী সীমান্তে এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। গতকাল ভোরে জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২৩ নম্বর পিলার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বলেন, এরকম একটি ঘটনার কথা তিনি শুনেছেন। বিস্তারিত জানতে কিছু সময় লাগবে। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবেন।

জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী স্থানীয় ইউপি সদস্য ও অন্যদের বরাতে জানান, বিএসএফের গুলিতে বাপ্পা নামে একজন মারা গেছেন। তবে আমরা ঘটনার তদন্ত করছি। বিজিবি ও বিএসএফ তাদের অবস্থান জানালে আমরা প্রকৃত বিষয় জানতে পারব। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বটুলি সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি চালালে সবাই পালিয়ে এলেও আবদুল মোমেন বাপ্পা নামে একজন ঘটনাস্থলে মারা যান। নিহত বাপ্পা ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলী গ্রামের আবদুর রউফের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া একটি গৃহপালিত গরু খুঁজতে বাপ্পা শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর ফিরেননি। সকালে তার লাশ উদ্ধার করা হয়।

 

সর্বশেষ খবর