লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত যুবক গণপিটুনিতে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সকাল ৯টার দিকে উপজেলার ভাট্টা ইউনিয়নের জাফর নগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে পরকীয়ার জের ধরে নিহত নারীর কথিত প্রেমিক রাসেল তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত রাসেল নিহত হন। নিহত নারী ওই গ্রামের কাতার প্রবাসী ছফি উল্লাহর স্ত্রী ও দুই সন্তানের জননী নাসরিন সুলতানা। রাসেল একই গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী কাতার থাকা ছফি উল্লাহর স্ত্রী নাসরিনের সঙ্গে পাশের বাড়ির সিদ্দিক উল্লাহর ছেলে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাসরিন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন নাসরিনের বাড়িতে হামলা চালায় রাসেল। এ সময় নাসরিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতসহ পিটিয়ে গুরুত্বর আহত করে রাসেল। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তাকে (রাসেল) স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। পরে তাদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও থানার ওসিসহ পুলিশের বিশেষ দল। এ সময় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পরকীয়ার জের ধরে এক নারীকে হত্যার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হন। নিহতদের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর