মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

বারবার কেন ভেসে আসে মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি

বারবার কেন ভেসে আসে মৃত ডলফিন

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কুয়াকাটার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গত দুই দিনে মৃত তিনটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসে আটকা পড়েছে। এগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে।  জেলেদের জালে জড়িয়ে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ঢেউয়ের তোড়ে গতকাল সকালে সৈকতে জিরো পয়েন্ট               সংলগ্ন এলাকায় ৪ ফুট দৈর্ঘ্যরে, রবিবার শেষ বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ৮ ফুট দৈর্ঘ্যরে, একই দিন বেলা ১১টায় সৈকতের লেম্বুরচর এলাকায় একটি ১০ ফুট দৈর্ঘ্যরে ডলফিন ভেসে এসে সৈকতে আটকা পড়ে।

 

এ ডলফিনগুলোর শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এগুলো স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ও মৎস্য বিভাগকে খবর দেয়। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ মৃত ডলফিনগুলো মাটিচাপা দেয়।

সর্বশেষ খবর