রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন, যেন পরিপক্ব আমই গাছ থেকে নামানো হয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মের আগে গাছ থেকে কোনো ধরনের পাকা আম পাড়া যাবে না। কিন্তু সময়ের আগেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ঝুড়ি সাজিয়ে পাকা আম বিক্রি করতে দেখা যাচ্ছে। গতকাল মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক ব্যক্তিকে গোপালভোগ আম বিক্রি করতে দেখা যায়। দাম কেজি ১০০ থেকে ১২০ টাকা। ব্যবসায়ীর দাবি, গাছে আম পেকে গেছে তাই বাগানমালিকের কাছ থেকে তিনি কিনে এনেছেন। মহানগরীর ভদ্রা মোড়েও আরেক ব্যক্তিকে আম বিক্রি করতে দেখা যায়। এ বিক্রেতা বললেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। আম পেকে যাওয়ায় তিনি বাজারে এনেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন আম নামানোর তারিখ নির্ধারণ করে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত অনুযায়ী গত বছর যেসব জাতের আম যেদিন থেকে নামানো শুরু হয়েছিল এবারও সে তারিখে ওই জাতের আম নামানো যাবে। এর মধ্যে সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ১৫ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, লক্ষণভোগ বা লখনা ও রানীপছন্দ ২৫ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৮ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগানমালিক ও চাষিরা। এ ছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশি^না ও বারি আম-৪ নামানো যাবে। এর আগে এসব আম নামানো যাবে না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার জানান, দ্রুতই তারা অভিযানে নামবেন। সময়ের আগে কোনো আম বাজারে বিক্রি করতে দেওয়া হবে না।
শিরোনাম
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার অনুষ্ঠিত
- জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ টাকা স্থানান্তর, গ্রেপ্তার ২