রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন, যেন পরিপক্ব আমই গাছ থেকে নামানো হয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মের আগে গাছ থেকে কোনো ধরনের পাকা আম পাড়া যাবে না। কিন্তু সময়ের আগেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ঝুড়ি সাজিয়ে পাকা আম বিক্রি করতে দেখা যাচ্ছে। গতকাল মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক ব্যক্তিকে গোপালভোগ আম বিক্রি করতে দেখা যায়। দাম কেজি ১০০ থেকে ১২০ টাকা। ব্যবসায়ীর দাবি, গাছে আম পেকে গেছে তাই বাগানমালিকের কাছ থেকে তিনি কিনে এনেছেন। মহানগরীর ভদ্রা মোড়েও আরেক ব্যক্তিকে আম বিক্রি করতে দেখা যায়। এ বিক্রেতা বললেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। আম পেকে যাওয়ায় তিনি বাজারে এনেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন আম নামানোর তারিখ নির্ধারণ করে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত অনুযায়ী গত বছর যেসব জাতের আম যেদিন থেকে নামানো শুরু হয়েছিল এবারও সে তারিখে ওই জাতের আম নামানো যাবে। এর মধ্যে সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ১৫ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, লক্ষণভোগ বা লখনা ও রানীপছন্দ ২৫ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৮ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগানমালিক ও চাষিরা। এ ছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশি^না ও বারি আম-৪ নামানো যাবে। এর আগে এসব আম নামানো যাবে না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার জানান, দ্রুতই তারা অভিযানে নামবেন। সময়ের আগে কোনো আম বাজারে বিক্রি করতে দেওয়া হবে না।
শিরোনাম
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
কৃষি
সময়ের আগেই বাজারে আম
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর