মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। এ ছাড়া চলাচলে বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জুন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। নেহাল আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা কখন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সার্বিক কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধ আগামী ১৬ জুন বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি বাড়ানোর বিষয়টি জানানো হবে।

সর্বশেষ খবর