শিরোনাম
সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

দরপতন দিয়ে শুরু হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন। গতকাল শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত বড় ধরনের দরপতন হয়েছে। বেশিরভাগ ব্যাংক ও বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর কমায় সূচক কমেছে। যার ফলে দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়।

ডিএসইতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ছয় হাজার ৩৬ পয়েন্টে নেমে গেছে। ব্যাংক ও বীমা  কোম্পানিগুলোর এই দরপতনের ফলে সব খাত মিলে ডিএসইতে ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম  বেড়েছে। দাম কমেছে ১৯২টির। আর ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৬৯ কোটি সাত লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় দুই হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২১৮ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৫৮ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৯৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। এ ছাড়াও লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, রিং সাইন টেক্সটাইল,  সোনার বাংলা ইন্স্যুরেন্স, লুব-রেফ বাংলাদেশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯০ কোটি এক লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দাম বেড়েছে। দাম কমেছে ১৫৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর