শিরোনাম
বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ময়মনসিংহে ছাত্রলীগ নেতার তর্কাতর্কি টিকা বন্ধ এক ঘণ্টা

ময়মনসিংহ প্রতিনিধি

ছাত্রলীগ নেতার সঙ্গে নার্সদের কথাকাটাকাটির জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গতকাল এক ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। জানা যায়, মমেক শাখা ছাত্রলীগের সহ-সভপতি এ কে শাকিল তার সম্পর্কের এক বোনকে করোনার টিকা দিতে নিয়ে যান হাসপাতালের তিন নাম্বার বুথে। এ সময় সিরিয়াল টপকে টিকা দেওয়ায় চেষ্টা চালান শাকিল। যুব রেড ক্রিসেন্টের নারী স্বেচ্ছাসেবক লাইনে                দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে বারবার অনুরোধ জানান। এ সময় অকথ্য ভাষায় রেড ক্রিসেন্ট এবং নার্সদের গালিগালাজ করেন ওই ছাত্রলীগ নেতা। এ খবর ছড়িয়ে পড়লে বাকি ৯টি বুথেও টিকাদান স্থগিত করে দেন কর্তব্যরতরা। ফলে টিকা নিতে আসা উপস্থিত শতাধিক মানুষ ভোগন্তিতে পড়েন। মমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘আমরা ১১টার দিকে এমন অনাকাক্সিক্ষত ঘটনা শুনতে পাই। পরে আমি ও সভাপতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। বেলা সাড়ে ১১টার কিছু সময় পর সব স্বাভাবিক হলে আমরা ফিরে আসি।’ টিকা কেন্দ্রের তত্ত্বাবধানে থাকা ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে দেবনাথ জানান, ‘ওই ছেলে ছাত্রলীগ করে কীনা আমার জানা নেই। তবে সে ইন্টার্ন চিকিৎসক। একজন চিকিৎসকের কাছে এমন আচরণ কাম্য নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর