কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, পটিয়ায় করোনার ভ্যাকসিন কেলেঙ্কারির হোতাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এ ব্যাপারে নির্ভয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি স্বাস্থ্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় পটিয়াকে নিয়ে গণমাধ্যমে নেতিবাচক খবর হচ্ছে, যা খুবই লজ্জার। বদিউল আলম গতকাল পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৬০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে বক্তৃতা করছিলেন। তিনি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও করোনার আপৎকালে ধারাবাহিক ত্রাণ সহায়তার অংশ হিসেবে ৬০০ পরিবারের মধ্যে চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। পটিয়া শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদ। ত্রাণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া যুবলীগের ডি এম জমির উদ্দিন, পটিয়া আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউনুচ মেম্বার, আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক লিটন বড়ুয়া, শ্রমিকনেতা খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল। বদিউল আলম বলে, পৃথিবীর অনেক দেশ এখনো করোনার টিকার ব্যবস্থা করতে পারেনি। এ চরম সংকটকালে বিশ্বমানবতার জননী শেখ হাসিনার বলিষ্ঠ কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের জন্য ২১ কোটি ডোজ টিকার ব্যবস্থা হয়েছে। ধাপে ধাপে টিকা বাংলাদেশে পৌঁছতে শুরু করেছে। দেশে গণটিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সারা দেশে টিকা প্রদানের বড় ধরনের কর্মসূচি এরই মধ্যে সরকার ঘোষণা করেছে। আমরা দলের পক্ষ থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও টিকা গ্রহণের জন্য মানুষকে সচেতন করে যাচ্ছি। এমন একটি সময়ে পটিয়ায় টিকা কেলেঙ্কারি ঘটল। টিকা চুরির মতো জঘন্য অপরাধে যারা জড়িত তারা যতই শক্তিশালী হোক তাদের জানা উচিত শেখ হাসিনার বাংলায় অপরাধীর রেহাই নেই। আমি আমার পটিয়ার জনগণকে বলব আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়ে এলাকায় পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি এবং আমার দলের নেতা-কর্মীরা সব সময় আপনাদের পাশে আছি থাকব। বদিউল আলম বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের সার্বিক তত্ত্বাবধানে আমি শহর-গ্রাম, পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যুবলীগ নেতা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং টিকা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
শিরোনাম
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
দুঃসময়ে মানবতার পাশে
পটিয়ায় ভ্যাকসিন কেলেঙ্কারির হোতাদের শাস্তি পেতে হবেই
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর