সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

সমুদ্রসৈকত কুয়াকাটার বালুচরে ভেসে এসে আটকা পড়েছে একটি মৃত ডলফিন। এটির পিঠের দিকটা মেটে এবং নিচের অংশ সাদা-গোলাপি রঙের। প্রায় ৬-৭ ফুট লম্বা ডলফিনটির   মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মুখ রক্তাক্ত এবং জালের ছেড়া অংশ প্যাঁচানো। শনিবার শেষ বিকালে  জোয়ারের   তোড়ে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে খাজুরা সৈকতে আটকা পড়ে। এর পর স্থানীয় জেলেরা বালুচাপা দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছেন। স্থানীয়রা জানান, বছরের প্রায় সময়ই সৈকতে বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ভেসে আসে। এগুলোর বেশির ভাগ জালে আটকে বা ট্রলারের ধাক্কায় মারা যায়। এটিও জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে এমন ধারণা করা হচ্ছে। জেলে গাফফার জানান, জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। তার মতে, এটি জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সৈকতে  ভেসে আসা ডলফিনটি ঠিক কি কারণে মারা গেছে, তা বলা যাচ্ছে না। ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর