মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ডেঙ্গু রোগীতে ভর্তি বেসরকারি হাসপাতাল

চিকিৎসায় ছয় হাসপাতাল নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সরকারি হাসপাতালগুলোর বেশির ভাগে করোনা রোগী থাকায় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি বাড়ছে। ডেঙ্গু চিকিৎসার পরিধি বাড়াতে গতকাল ছয়টি হাসপাতাল নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপিতে জানানো হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে। ঢাকা মহানগরীর এই পাঁচটি হাসপাতাল ছাড়াও গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকেও ডেঙ্গু ডেডিকেটেড করা  হয়েছে। হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৪৩ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৪৬ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩১৭ জন, মারা গেছেন ৩৭ জন। গতকাল ঢাকার সরকারি হাসপাতালে ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, মিটফোর্ড হাসপাতালে ৪২ জন, ঢাকা শিশু হাসপাতালে নয়জন, বিএসএমএমইউতে ছয়জন, বিজিবি হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন। বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে আটজন, সেন্ট্রাল হাসপাতালে ১১ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৫ জন, খিদমাহ হাসপাতালে ১১ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছে। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৭৯ জন, সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৮০ জন। এ বছর ডেঙ্গুজ্বরে ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ২৫ জন।

সর্বশেষ খবর