শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্রমণ বাড়ছে উত্তরে

২৪ ঘণ্টায় শনাক্ত ৪ হাজার ৬৯৮, মৃত্যু ১০২

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ বাড়ছে উত্তরে

টানা দুই দিন করোনা সংক্রমণ বেড়েছে উত্তরের দুই বিভাগ রাজশাহী ও রংপুরে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় দেশের সর্বোচ্চ শনাক্তের হার ছিল রংপুর বিভাগে ১৭.৬২ শতাংশ। এক দিনের ব্যবধানে এই বিভাগে শনাক্তের হার বেড়েছে ৫.৬২ শতাংশ। সংক্রমণ বেড়েছে রাজশাহী বিভাগেও। তবে কমেছে বাকি ছয় বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৬৯৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ, যা ৭৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে রংপুর বিভাগে শনাক্তের হার ছিল ১৭.৬২ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১৬.২৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৫.৩৮ শতাংশ, খুলনা বিভাগে ১৩.৯৬ শতাংশ, ঢাকা বিভাগে ১৩.৩০ শতাংশ, সিলেট বিভাগে ১৩.১৬ শতাংশ, বরিশাল বিভাগে ১২.১৪ শতাংশ ও রাজশাহী বিভাগে ছিল ১০.৬১ শতাংশ। গত এক দিনে রাজশাহী বিভাগে দশমিক ৩০ শতাংশ ও রংপুর বিভাগে ৫.৬২ শতাংশ বেড়েছে শনাক্তের হার, কমেছে বাকি ছয় বিভাগে। তবে দুই দিন বাড়ার পরও গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে শনাক্তের হার ছিল দেশের মধ্যে সর্বনিম্ন। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে শনাক্তের হার ১৩.৩০ শতাংশ হলেও মুন্সীগঞ্জে ছিল ৪৩.৮৩ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। আগের দুই দিনও সর্বোচ্চ শনাক্তের হার ছিল এই জেলায়। মুন্সীগঞ্জে গত ২৫ আগস্ট ৩৮.৯১ শতাংশ ও ২৪ আগস্ট ৩৮.৭৯ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়। হঠাৎ সংক্রমণ বাড়তে শুরু করা রংপুর বিভাগে গত ২৪ আগস্ট ১১.৫৪ শতাংশ, ২৫ আগস্ট ১২ শতাংশ ও গতকাল ১৭.৬২ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় এই বিভাগের সর্বোচ্চ শনাক্তের হার ছিল পঞ্চগড় জেলায় ৪১.৬৭ শতাংশ। সর্বনিম্ন ৫.৪১ শতাংশ ছিল নীলফামারী জেলায়। ২০ শতাংশের ওপরে শনাক্তের হার ছিল রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। অন্যদিকে রাজশাহী বিভাগের সর্বোচ্চ শনাক্তের হার ছিল নাটোর জেলায় ১৪.১২ শতাংশ ও সর্বনিম্ন নওগাঁয় ১.২২ শতাংশ। এই বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলায় শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমেছে। পাশাপাশি সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ১০ শতাংশের নিচে নামায় বিভাগের গড় শনাক্তের হার দেশের মধ্যে সর্বনিম্ন।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে। মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন। গত এক দিনে মৃত  ১০২ জনের মধ্যে ৫২ জন ছিলেন পুরুষ ও ৫০ জন নারী। ১০১ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া ২৪ জন চট্টগ্রাম, ১৩ জন সিলেট, আটজন খুলনা, ছয়জন বরিশাল, পাঁচজন রাজশাহী, পাঁচজন ময়মনসিংহ ও চারজন রংপুর বিভাগে মারা গেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর