শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ওরা ক্যান্সার ও করোনার ওষুধ নকল করত

বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ মেশিন, ডায়াস ও খালি বক্স উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যান্সার ও করোনা চিকিৎসায় ব্যবহৃত দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির লালবাগ বিভাগের একটি দল গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাজলা, আরামবাগ ও মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও ওষুধের খালি বক্স উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসি (লালবাগ) রাজীব আল মাসুদ, ডিসি (মিডিয়া) ফারুক হোসেন, এডিসি (লালবাগ) হাসান আরাফাত আবিদ, এডিসি সাইফ আল আজাদ প্রমুখ। ডিবি প্রধান বলেন, একটি অসাধু চক্র নকল ওষুধ বাজারজাত করছে- এমন তথ্য পেয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে গোয়েন্দা লালবাগ বিভাগ। গত বুধবার থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে এ প্রতারক চক্রের সাতজনকে গ্রেফতার করা হয়। বংশাল থানায় মামলা  দায়েরের পর এরই মধ্যে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতে সাত দিনের আবেদন করা হয়েছিল।

হাফিজ আক্তার বলেন, গ্রেফতার তরিকুল ও আল মামুন কারখানা স্থাপন করে জীবন রক্ষাকারী এসব নকল ওষুধ তৈরি করে। সাইদুল ইসলাম এ নকল ওষুধ তৈরির প্রধান কারিগর, মনোয়ার এ্যালো এ্যালো ফয়েল ও আবদুল লতিফ ওষুধের পাতায় ছাপ দেওয়ার গুরুত্বপূর্ণ উপাদানসহ সিলিন্ডার সরবরাহ করতেন। গ্রেফতার নাজমুল ঢালী ওষুধের বক্সে ছাপ দেওয়ার পর তৈরি করা এসব নকল ওষুধ সাগর আহমেদ মিলনের নেতৃত্বে মিটফোর্ডের কয়েকটি গ্রুপের মাধ্যমে বাজারজাত করতেন। তিনি বলেন, বিভিন্ন মানহীন ও ক্ষতিকর উপাদানে তৈরি এসব নকল ওষুধ সেবনে মানুষের শরীরে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

সর্বশেষ খবর