মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাণিজ্যিক মনোভাব থেকে সরে আসতে হবে

ডা. নজরুল ইসলাম

বাণিজ্যিক মনোভাব থেকে সরে আসতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, বেসরকারি হাসপাতালগুলো ব্যবসায়িক মনোভাবে চলছে। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরির ওপরে সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকারি হাসপাতালে ব্যবস্থাপনা অগোছালো হওয়ায় ভোগান্তি হচ্ছে। করোনা সংক্রমণ কমাতে পরিকল্পনা মাফিক জেলা, উপজেলা পর্যায়ে টেস্ট বাড়াতে হবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেসরকারি হাসপাতালগুলো স্বাধীনভাবে চলছে। এই মহামারীর মধ্যে তারা বিবেক বিবেচনা ছাড়া টেস্টের মূল্য নির্ধারণ করছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি থেকে বারবার টেস্টের খরচ কমাতে বলা হয়েছে। কিন্তু তারা কাউকে মানে না। করোনা শনাক্তে টেস্ট বাড়ানোর বিকল্প নেই। জেলা-উপজেলা পর্যায়ে আরটি-পিসিআর ল্যাব করতে না পারলেও র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের ব্যবস্থা করতে হবে। তবে জেলা পর্যায়ে একটা আরটি-পিসিআর ল্যাব থাকা জরুরি। ভাইরোলজিস্ট ডা. নজরুল ইসলাম আরও বলেন, ল্যাব সংখ্যা বাড়ছে কিন্তু অগোছালোভাবে। যার যেখানে ইচ্ছা ল্যাব খুলছে। স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো অনুযায়ী পরিকল্পনা করে ল্যাব খুলতে হবে। এগুলোর নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদফতরের হাতে থাকতে হবে। প্রত্যেকটা জেলা-উপজেলায় হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক আছে। এগুলোকে সমন্বয় করে চিকিৎসা ব্যবস্থায় কাজে লাগাতে হবে। এতগুলো বিষয়কে দেখভাল করার জন্য স্বাস্থ্য অধিদফতরের সক্ষমতা বাড়াতে হবে।

সর্বশেষ খবর