মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম চুড়ান্ত চাকমা (৩৫)। গতকাল ভোরে লংগদু উপজেলা খাড়িকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সক্রিয় সদস্য বলে দাবি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধায়নে রাঙামাটি লংগদু জোনে সেনাসদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খাড়িকাটা এলাকায় অভিযানে নামে। এ সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য চুড়ান্ত চাকমা ওই এলাকায় অবস্থান করছিলেন। সেনাসদস্যরা ওই এলাকা ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, চাঁদার বই, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাঙামাটির লংগদু উপজেলার মনপতি, ধনপুত ও খাড়িকাটা এলাকায় চাঁদাবাজি করেন বলে স্বীকার করেন। পরে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লংগদু থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। রাঙামাটি লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, আটক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মী চুড়ান্ত চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাকান্ড ও ধর্ষণের অভিযোগ রয়েছে। এখন আবার অস্ত্রও পাওয়া গেছে। সবমিলিয়ে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর