শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, দীর্ঘদিন শেয়ারবাজার পরিস্থিতি খুবই মন্দা ছিল। শেয়ারের দর এত তলানিতে নেমেছিল যে, মানুষ মনে করেছিল শেয়ারবাজারে কোনো ভবিষ্যৎ নেই। সেই পরিস্থিতি এখন ঘুরে গেছে। গত কয়েক মাসের ব্যবধানে যেভাবে শেয়ারের সূচক ও লেনদেন বৃদ্ধি পাচ্ছে তাতে সবার মধ্যে আশাবাদ বেড়েছে। শেয়ারের সূচকের মতো আশাবাদও প্রতিদিন বাড়ছে। নতুন কিছু বিনিয়োগকারী খুব খুশি এখন। কিন্তু এই খুশি কতদিন ধরে রাখতে পারবে সবাইকে সেদিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে বর্তমানে যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে তার বেশির ভাগ ক্ষুদ্র মূলধনী। গেমলিং শেয়ার নামে পরিচিত এসব শেয়ার খুবই ঝুঁকিপূর্ণ। বন্ধ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এমনটি হওয়া উচিত নয়। তবে আশার কথা, গত কয়েক দিনে কিছু মৌল ভিত্তির শেয়ার দর বেড়েছে। ব্যাংকিং খাতের শেয়ার দর তুলনামূলকভাবে বাড়েনি। যেখানে মোট শেয়ার দর বেড়েছে প্রায় ৬০ শতাংশ সেখানে ব্যাংকিং শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ। তাই বলা যায়, এখনো বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। সেটা বিনিয়োগকারীদের জন্য যেমন তেমনি কর্তৃপক্ষের। নিয়ন্ত্রণহীনভাবে কোনো কিছু চলতে পারে না। অবশ্যই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজারের জন্য যেটা গুরুত্বপূর্ণ, গেমলিং শেয়ারের পরিমাণ বেশি থাকা যাবে না। কিন্তু আমাদের এখানে সেটাই বেশি। তাই সরকারি কোম্পানি, বহুজাতিক কোম্পানীগুলোকে বাজারে তালিকাভুক্ত করাতে হবে। সেটা করতে পারলে যে কোনো ধরনের ঝুঁকি কমবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
খুশি কত দিন, নজর রাখতে হবে
আবু আহমেদ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর