শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, দীর্ঘদিন শেয়ারবাজার পরিস্থিতি খুবই মন্দা ছিল। শেয়ারের দর এত তলানিতে নেমেছিল যে, মানুষ মনে করেছিল শেয়ারবাজারে কোনো ভবিষ্যৎ নেই। সেই পরিস্থিতি এখন ঘুরে গেছে। গত কয়েক মাসের ব্যবধানে যেভাবে শেয়ারের সূচক ও লেনদেন বৃদ্ধি পাচ্ছে তাতে সবার মধ্যে আশাবাদ বেড়েছে। শেয়ারের সূচকের মতো আশাবাদও প্রতিদিন বাড়ছে। নতুন কিছু বিনিয়োগকারী খুব খুশি এখন। কিন্তু এই খুশি কতদিন ধরে রাখতে পারবে সবাইকে সেদিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে বর্তমানে যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে তার বেশির ভাগ ক্ষুদ্র মূলধনী। গেমলিং শেয়ার নামে পরিচিত এসব শেয়ার খুবই ঝুঁকিপূর্ণ। বন্ধ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এমনটি হওয়া উচিত নয়। তবে আশার কথা, গত কয়েক দিনে কিছু মৌল ভিত্তির শেয়ার দর বেড়েছে। ব্যাংকিং খাতের শেয়ার দর তুলনামূলকভাবে বাড়েনি। যেখানে মোট শেয়ার দর বেড়েছে প্রায় ৬০ শতাংশ সেখানে ব্যাংকিং শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ। তাই বলা যায়, এখনো বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। সেটা বিনিয়োগকারীদের জন্য যেমন তেমনি কর্তৃপক্ষের। নিয়ন্ত্রণহীনভাবে কোনো কিছু চলতে পারে না। অবশ্যই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজারের জন্য যেটা গুরুত্বপূর্ণ, গেমলিং শেয়ারের পরিমাণ বেশি থাকা যাবে না। কিন্তু আমাদের এখানে সেটাই বেশি। তাই সরকারি কোম্পানি, বহুজাতিক কোম্পানীগুলোকে বাজারে তালিকাভুক্ত করাতে হবে। সেটা করতে পারলে যে কোনো ধরনের ঝুঁকি কমবে।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
খুশি কত দিন, নজর রাখতে হবে
আবু আহমেদ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর