শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, দীর্ঘদিন শেয়ারবাজার পরিস্থিতি খুবই মন্দা ছিল। শেয়ারের দর এত তলানিতে নেমেছিল যে, মানুষ মনে করেছিল শেয়ারবাজারে কোনো ভবিষ্যৎ নেই। সেই পরিস্থিতি এখন ঘুরে গেছে। গত কয়েক মাসের ব্যবধানে যেভাবে শেয়ারের সূচক ও লেনদেন বৃদ্ধি পাচ্ছে তাতে সবার মধ্যে আশাবাদ বেড়েছে। শেয়ারের সূচকের মতো আশাবাদও প্রতিদিন বাড়ছে। নতুন কিছু বিনিয়োগকারী খুব খুশি এখন। কিন্তু এই খুশি কতদিন ধরে রাখতে পারবে সবাইকে সেদিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে বর্তমানে যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে তার বেশির ভাগ ক্ষুদ্র মূলধনী। গেমলিং শেয়ার নামে পরিচিত এসব শেয়ার খুবই ঝুঁকিপূর্ণ। বন্ধ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এমনটি হওয়া উচিত নয়। তবে আশার কথা, গত কয়েক দিনে কিছু মৌল ভিত্তির শেয়ার দর বেড়েছে। ব্যাংকিং খাতের শেয়ার দর তুলনামূলকভাবে বাড়েনি। যেখানে মোট শেয়ার দর বেড়েছে প্রায় ৬০ শতাংশ সেখানে ব্যাংকিং শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ। তাই বলা যায়, এখনো বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। সেটা বিনিয়োগকারীদের জন্য যেমন তেমনি কর্তৃপক্ষের। নিয়ন্ত্রণহীনভাবে কোনো কিছু চলতে পারে না। অবশ্যই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজারের জন্য যেটা গুরুত্বপূর্ণ, গেমলিং শেয়ারের পরিমাণ বেশি থাকা যাবে না। কিন্তু আমাদের এখানে সেটাই বেশি। তাই সরকারি কোম্পানি, বহুজাতিক কোম্পানীগুলোকে বাজারে তালিকাভুক্ত করাতে হবে। সেটা করতে পারলে যে কোনো ধরনের ঝুঁকি কমবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল