শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, দীর্ঘদিন শেয়ারবাজার পরিস্থিতি খুবই মন্দা ছিল। শেয়ারের দর এত তলানিতে নেমেছিল যে, মানুষ মনে করেছিল শেয়ারবাজারে কোনো ভবিষ্যৎ নেই। সেই পরিস্থিতি এখন ঘুরে গেছে। গত কয়েক মাসের ব্যবধানে যেভাবে শেয়ারের সূচক ও লেনদেন বৃদ্ধি পাচ্ছে তাতে সবার মধ্যে আশাবাদ বেড়েছে। শেয়ারের সূচকের মতো আশাবাদও প্রতিদিন বাড়ছে। নতুন কিছু বিনিয়োগকারী খুব খুশি এখন। কিন্তু এই খুশি কতদিন ধরে রাখতে পারবে সবাইকে সেদিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে বর্তমানে যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে তার বেশির ভাগ ক্ষুদ্র মূলধনী। গেমলিং শেয়ার নামে পরিচিত এসব শেয়ার খুবই ঝুঁকিপূর্ণ। বন্ধ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এমনটি হওয়া উচিত নয়। তবে আশার কথা, গত কয়েক দিনে কিছু মৌল ভিত্তির শেয়ার দর বেড়েছে। ব্যাংকিং খাতের শেয়ার দর তুলনামূলকভাবে বাড়েনি। যেখানে মোট শেয়ার দর বেড়েছে প্রায় ৬০ শতাংশ সেখানে ব্যাংকিং শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ। তাই বলা যায়, এখনো বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। সেটা বিনিয়োগকারীদের জন্য যেমন তেমনি কর্তৃপক্ষের। নিয়ন্ত্রণহীনভাবে কোনো কিছু চলতে পারে না। অবশ্যই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজারের জন্য যেটা গুরুত্বপূর্ণ, গেমলিং শেয়ারের পরিমাণ বেশি থাকা যাবে না। কিন্তু আমাদের এখানে সেটাই বেশি। তাই সরকারি কোম্পানি, বহুজাতিক কোম্পানীগুলোকে বাজারে তালিকাভুক্ত করাতে হবে। সেটা করতে পারলে যে কোনো ধরনের ঝুঁকি কমবে।
শিরোনাম
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!