বেপরোয়া বাস-ট্রাকের সংঘর্ষে ডান হাত ছিঁড়ে পড়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকের। হাসান মোহাম্মদ মোর্শেদ নামের এই শিক্ষক বাকৃবির পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। সড়কপথে যানবাহনের বেপরোয়া নিষ্ঠুরতায় এই মানুষ গড়ার কারিগর এখন রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কাতরাচ্ছেন। মাত্র ৩০ বছরে মেধাবী এই মুখটি যন্ত্রদানবের নির্মম থাবায় এখন অসহায়ত্বের শেষ প্রান্তে। শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকায় ময়মনসিংহ থেকে বাসে চেপে শেরপুর জেলায় প্রিয়তমা স্ত্রীর কাছে যাচ্ছিলেন হাসান মোর্শেদ। যে স্ত্রী স্বামীর অপেক্ষায় প্রহর গুনছিলেন সেই স্ত্রী এমন খবরে নির্বাক হয়ে পড়েন। সড়কে দুর্বিনীত যানের নিষ্ঠুর থাবা মুহূর্তেই সব ফিকে করে দেয় ওই পরিবারে। ব্যথায় কাতর স্বামীর বিচ্ছিন্ন হাতের পাশে স্ত্রীর আহাজারি ভারী করে তোলে পরিবেশ। সঙ্গে যোগ হয় সহকর্মী ও স্বজনদের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরই সেসব দৃশ্যের অবতারণা হয় বলে জানিয়েছেন আহতের সহকর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে অসাবধানতাবশত চলন্ত বাসের জানালা দিয়ে ডান হাতটি বের করেন হাসান মোহাম্মদ মোর্শেদ। মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ঘষায় দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায় ডান হাতটি। ঘটনাস্থল ছিল ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটি এলাকায়। পরে শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। আর বেপরোয়া ট্রাকটির এখনো সন্ধান পায়নি পুলিশ। তবে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার আহমার উজ্জামান। ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আহত শিক্ষককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে হাসপাতালে যাওয়ার সময় শিক্ষকের সঙ্গে দেওয়ার ব্যবস্থা করে দেই। হাসান মোর্শেদের সবশেষ অবস্থা নিয়ে বাকৃবির ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবিদ হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকার ল্যাবএইডে স্থানান্তর করা হয়। পরে সেখানে হাতের অপারেশন শেষে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এখনো বিরতিহীনভাবে রক্ত সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, এর আগে রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেলে হাতের একটি অস্ত্রোপচার হয়। তবে তার ডান হাতটি জোড়া লাগানো সম্ভব হয়নি। জানা যায়, হাসান মোহাম্মদ মোর্শেদের বাড়ি সিলেট জেলার মৌলভীবাজারে। তার স্ত্রী শাহনাজ ইতি শেরপুর জেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে চাকরি করছেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন।
শিরোনাম
- গাজা-ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল মার্কিনিরা: কংগ্রেসওম্যান
- জবি ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেলের জয়
- ২০২৮ সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত ইউরোপীয় জোটের
- আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষক
- শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গাজায় যুদ্ধবিরতি এখনো ‘বহাল আছে’ : ট্রাম্প
- রেলপথে নতুন উদ্যোগ সৌদির, চার ঘণ্টায় যাবে ১৫০০ কিমি
- উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার মানোন্নয়ন অপরিহার্য
- বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা
- ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী
- সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
- আরও ১৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জার্মানি
- বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ভিডিও সরাল টিকটক
- বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু
- জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৮ বছরের ছাত্রীকে হত্যা, দক্ষিণ কোরিয়ার শিক্ষিকার আজীবন কারাদণ্ড
- কেন ডুরান্ড লাইন অস্বীকার করছে আফগানিস্তান?
- রাজধানী পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
- নোয়াখালী বিভাগ চেয়ে গ্রিসে প্রবাসীদের সভা
বাসের সঙ্গে ট্রাকের ঘষা, হাত বিচ্ছিন্ন শিক্ষকের
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর