ফাঁকা হয়ে গেছে দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ৯১ ভাগ শয্যা। গতকাল হাসপাতালগুলোর ১৩ হাজার ৮১৬টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা ছিল ১২ হাজার ৬৯৮টি, ১ হাজার ২৩৭টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ১ হাজার ৩৪টি ও ৭০২টি এইচডিইউ শয্যার মধ্যে ফাঁকা ছিল ৬০৯টি। ৩ মাস আগেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল হাসপাতালগুলো। সংকটময় সময়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেক রোগী বাড়িতে বা পথে মারা গেছেন। এদিকে করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭৬ জনের দেহে। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন। মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৮৩৪ জনের। সুস্থ ও মৃত বাদে বর্তমানে দেশে শনাক্ত করোনা রোগী রয়েছেন ৮ হাজার ২৪৩ জন, যা হাসপাতালের মোট শয্যার চেয়ে কম। হাসপাতালে ১৫ হাজার ৭৫৫টি কভিড শয্যা থাকলেও চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪১৪ জন। ফাঁকা রয়েছে ১৪ হাজার ৩৪১টি শয্যা। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ১.৪৪ শতাংশ। তবে রংপুর বিভাগে শনাক্তের হার ছিল ৪.১৪ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বরিশাল বিভাগে গত একদিনে ১১৩ জনের নমুনা পরীক্ষায় কোনো রোগী শনাক্ত হয়নি। অন্য বিভাগগুলোর মধ্যে ঢাকায় ১.৫৭ শতাংশ, ময়মনসিংহে ২.৩৩ শতাংশ, রাজশাহীতে ১.৮৮ শতাংশ, খুলনায় ১.৭৭ শতাংশ, চট্টগ্রামে শূন্য দশমিক ৭৪ শতাংশ ও সিলেটে শূন্য দশমিক ৩৯ শতাংশ ছিল শনাক্তের হার। সেই হিসাবে বর্তমানে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সংক্রমণ সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। তবে চট্টগ্রামে দুজন, খুলনায় দুজন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ ও একজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃত ছযজনের বয়স ছিল ৫১ থেকে ৮০ বছরের মধ্যে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
কভিড হাসপাতালের ৯১ ভাগ শয্যা ফাঁকা
২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, শনাক্ত ২৭৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর