শিরোনাম
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের ১১ বছর কারাদন্ড

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদন্ড দিয়েছে সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে গতকাল দোষী সাব্যস্ত করে এই দন্ড দেওয়া হয়। সূত্র : রয়টার্স। ৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দর তাকে আটক করে জান্তা সরকার। এরপর থেকেই কারাগারে বন্দী রয়েছেন তিনি। ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক টমাস কিন নিন্দা জানিয়ে বলেন, ‘এই অভিযোগে তাকে সাজা  দেওয়ার কোনো ভিত্তি নেই। এই রায়ে ফ্রন্টিয়ারের প্রত্যেকে খুবই হতাশ। আমরা শুধু ড্যানিকে মুক্ত  দেখতে চাই। সে যেন তার পরিবারের কাছে দ্রুত ফিরতে পারে।’ এদিকে ক্রাইসিস গ্রুপ মিয়ানমারের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হরসি এই শাস্তিকে ‘আপত্তিকর’ বলে বর্ণনা করেছেন।

সর্বশেষ খবর